Kamala Harris: কমলা হ্যারিস করোনা আক্রান্ত

করোনা সংক্রমিত হওয়া নিয়ে কমলা হ্যারিস গতকাল একটি টুইটও করেন। টুইটে তিনি লেখেন-- আজ (মঙ্গলবার) আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি নির্জনবাসে থাকব। বুস্টার ডোজ-সহ টিকা পাওয়ায় আমি কৃতজ্ঞ।

Updated By: Apr 27, 2022, 12:30 PM IST
Kamala Harris: কমলা হ্যারিস করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়।

করোনা সংক্রমিত হওয়া নিয়ে কমলা হ্যারিস গতকাল একটি টুইটও করেন। টুইটে তিনি লেখেন-- আজ (মঙ্গলবার) আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি নির্জনবাসে থাকব। বুস্টার ডোজ-সহ টিকা পাওয়ায় আমি কৃতজ্ঞ।

যুক্তরাষ্ট্রে এখনো করোনার সংক্রমণ অব্যাহত। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ।

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‍্যাপিড ও পিসিআর দুই পরীক্ষাতেই ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়েছে। তাঁর কোনো উপসর্গ নেই। তিনি সঙ্গবিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। বাসভবন থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি। কার্স্টেন আরও বলেন, করোনা পরীক্ষায় নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন।

জানা গিয়েছে, কমলা হ্যারিসের স্বামী গত মাসে করোনায় সংক্রমিত হয়েছিলেন। তবে তখন কমলার সংক্রমণ হয়নি। 

আরও পড়ুন: Russia-Ukraine War: রুশ সেনা রুখতে মা-মেয়ে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কালাশনিকভ!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.