এলিয়েন কি সত্যিই রয়েছে? নাসার ঘোষণা্ ঘিরে জল্পনা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন:  পৃথিবী নামে এই গ্রহের বাইরে কোনও বুদ্ধিমান জীবের অস্তিত্ব রয়েছে? নাকি এলিয়েন শুধুই কল্পবিজ্ঞান? এনিয়ে এবার তাদের গবেষণা প্রকাশ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।


আগামী বৃহস্পতিবার এলিয়েনদের উপরে গবেষণার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে নাসা। আশা করা হচ্ছে, সেখানে বড়সড় কোনও ঘোষণা করতে পারে এই মার্কিন সংস্থা।


কেপলার টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের কয়েক হাজার গ্রহের উপরে গবেষণা চালিয়েছে নাসা। সেইসব গ্রহের কোনও একটি বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনের বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৯ সাল থেকে মার্কিন মহকাশ গবেষকদের একটি দল মহাকাশে এলিয়েনদের নিয়ে টানা গবেষণা চালিয়ে ‌যাচ্ছে। ফলে মনে করা হচ্ছে চমকে দেওয়ার মতো কোনও ঘোষণা করতে পারে নাসা।


এখনও প‌র্যন্ত কেপলার টেলিস্কোপের সাহা‌য্যে মহাকাশ থেকে পৃথিবীর সমান আয়তনের একাধিক গ্রহ খুঁজে বের করেছে নাসা। বিজ্ঞানীদের ধারনা, এদের কোনও একটাতে থাকতে পারে বুদ্ধিমান জীবের অস্তিত্ব।


মহাকাশ গবেষণায় এখনও প‌র্যন্ত নাসার কেপলার টেলিস্কোপকে দুনিয়ার সেরা যন্ত্র বলে মানা হয়। এখনও প‌র্যন্ত এই টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশে ২৫০০ গ্রহ আবিস্কৃত হয়েছে। আরও ২ হাজার গ্রহের উপরে গবেষণা চলছে।


আরও পড়ুন-সানন্দে মুখ ঢেকে যায় মোদীতে!