জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজুড়ে যখন অনুমান চলছিল যে এইবার বুঝি ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠতে চলেছে নোবেল শান্তি পুরস্কার, ঠিক তখনই ঘটল এক নাটকীয় মোড়। শেষমেশ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার চলে গেল এমন এক নারীর হাতে, যিনি বছরের পর বছর ধরে স্বৈরাচারের মুখোমুখি হয়েও শান্তির পথেই লড়াই করে চলেছেন। ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাসাডো।
ট্রাম্প অবশ্য সংবাদমাধ্যমে নিজেই ঘোষণা করেছিলেন, “আমি এই পুরস্কারের যোগ্য, কিন্তু কমিটির ভেতরের চক্রান্তের কারণে তা পাব না।” তাঁর আত্মবিশ্বাসী বক্তব্য আবারও বিভক্ত করেছিল জনমতকে। তবে নোবেল কমিটির সিদ্ধান্ত যেন আরেকবার মনে করিয়ে দিল যে এই পুরস্কার কখনও রাজনীতির নয়, এটি মানবতার জন্য।
মারিয়া মাসাডো, যিনি আজ ভেনিজুয়েলার সাধারণ মানুষের কাছে এক আশার নাম, দীর্ঘদিন ধরে লড়ছেন নিকোলাস মাদুরোর দমননীতির বিরুদ্ধে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি দেশ ছাড়েননি, থেকে গেছেন নিজের মাটিতে, নিজের জনগণের পাশে। রাজনৈতিক নিষেধাজ্ঞা, গ্রেফতারি হুমকি, বারবার প্রার্থিতা বাতিল, সবকিছুর মাঝেও তিনি হার মানেননি।
আরও পড়ুন: সন্ত্রস্ত সমসময়ে পাঠকের মন শব্দের চুম্বকে টেনে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলোহ
২০২৪ সালের নির্বাচনে যখন সরকার তাঁর প্রার্থিতা আটকে দেয়, তখনও তিনি হার না মেনে বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেজ উরুতিয়ার প্রচারে নেতৃত্ব দেন। তাঁর নির্দেশে হাজারো স্বেচ্ছাসেবক ভোটকেন্দ্র পাহারা দেন, জালিয়াতি প্রমাণ সংগ্রহ করেন, সত্যকে তুলে ধরেন। নোবেল কমিটি জানিয়েছেন, “তিনি দেখিয়েছেন গণতন্ত্রই শান্তির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
ভেনিজুয়েলার ‘Vente Venezuela’ পার্টির এই নেত্রী আগে জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি ‘Súmate’ নামের নাগরিক সংগঠন গড়ে তুলেছিলেন, যা শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে। মাসাডো একদিকে যেমন প্রতিরোধের প্রতীক, অন্যদিকে শান্তির এক অবিচল কণ্ঠস্বর। তিনি বিশ্বাস করেন, স্বাধীনতার জন্য লড়াইয়ের অস্ত্র হিংসা নয়, বরং গণতন্ত্রের মূল্যবোধ।
আরও পড়ুন: মরুভূমির বাতাস থেকেই তৈরি হবে জল! আশ্চর্য আবিষ্কারে রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর...
আজ, যখন বিশ্ব রাজনীতি ক্রমশ বিভাজনের দিকে যাচ্ছে, মাসাডো এক উজ্জ্বল ব্যতিক্রম। তাঁর সাহসের গল্প প্রমাণ করে একজন নিরস্ত্র নারীও হতে পারেন স্বৈরাচারের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এই বছর তাই শান্তির নোবেল গেল বন্দুকের শব্দ নয়, বরং এক দৃঢ় নারীর নীরব অথচ অদম্য কণ্ঠের কাছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)