Iran-Israel War Escalates Sharply: যুদ্ধের ভয়ংকর ছবি! ছারখার হাসপাতাল, পরমাণুকেন্দ্রে আগুন! খামেইনি শেষ কথা জানিয়ে দিলেন...
Nuclear Site Bombed Hospital Under Fire: সাত দিনে পা দিল ইসরায়েল-ইরান যুদ্ধ। প্রতিদিনই নতুন করে মোড় ফিরছে যুদ্ধের। নারকীয় হত্যালীলার মোড়ও ঘুরছে পাল্লা দিয়ে। আর কী হবে?
)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত দিনে পা দিল ইসরায়েল ইরান যুদ্ধ (Israel-Iran war)। প্রতিদিনই নতুন করে মোড় ফিরছে যুদ্ধের, ক্রমশই নারকীয় হত্যালীলার মোড়ও ঘুরছে। এমনকি হাসপাতালেও ছোড়া হচ্ছে মিসাইল (missiles hitting hospital)! ক্রমশ এই দুই দেশের যুদ্ধ-পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, তাতে যে কোনও সময় এতে ঢুকে পড়তে পারে আমেরিকা। বাস্তবিক, গত রবিবারই ইরান-ইজরায়েলের মাঝে ঢুকে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, সাবধান! পূর্ণশক্তিতে আঘাত করব।
TRENDING NOW
যুদ্ধের সর্বশেষ প্রাপ্ত তথ্য
1. ইসরায়েল ইরানের আরক হেভি ওয়াটার রিয়্যাক্টরে আঘাত হানল। তেহরানের দক্ষিণপশ্চিমে এটি একটি গুরুত্বপূর্ণ সাইট। জায়গাটি ফাঁকা করে দেওয়া হয়েছে।
2. এদিকে ইরানের মিসাইল ইজরায়েলের হাসপাতালে আছড়ে পড়েছে! দক্ষিণ ইসরায়েলের সোরোকা হসপাতালে ভয়ংকর ক্ষতিসাধন করেছে ইরান। হাসপাতালের কাচ ভেঙে গিয়েছে। কালো ধোঁয়া বেরোচ্ছে।
3. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে অত্যাচারী বলেছেন। বলেছেন, এজন্য ইরকানকে কড়া মূল্য চোকাতে হবে।
4. ট্রাম্প বলেছেন, তিনি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি যে, তিনি যুদ্ধে নামবেন কি না! আমি যুদ্ধ করতেও পারি, না-ও পারি। ইরান সমস্যায় আছে। তারা কথাবার্তা চালাতে চাইছে। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা চালাচ্ছে না।
5. ইসরায়েল মিলিটারি তেহরানের আক্রমণ করার ঘটনা নিশ্চিত করেছে। তারা বলেছে, তেহরানে সিরিজ অফ স্ট্রাইক চলবে। ইসরায়েল এয়ারফোর্স নিশ্চিত করেছে।
6. আয়াতোল্লা খামেইনি পরিষ্কার বলে দিলেন, ইরান কোনও দিন আত্মসমর্পণ করবে না! আমেরিকার হস্তক্ষেপ নিয়ে ইরানের সুপ্রিমো বলেছেন, আমেরিকাকে সতর্ক করেছেন এই বলে যে, তারা কি জানে না, এর পরিণতি কী হবে?
7. এর মধ্যে আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরান তাদের কাছে মিলিটারি সহায়তা চায়নি!
নীতিগত ভাবে ইজরায়েলের পাশে থাকলেও ইরানের এক শীর্ষ নেতাকে নিকেশ করার ইজরায়েলের প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দফতরসূত্রে এই খবর মিলেছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্পকে খতমের ছক কষছে ইরান। সেই দাবির কোনো প্রমাণ অবশ্য এখনও পর্যন্ত হোয়াইট হাউস পায়নি। ইরান-ইজরায়েল যুদ্ধে ইজরায়েলের পাশেই আছেন ট্রাম্প, তা মোটামুটি বোঝাই যাচ্ছে। এর উপর আবার, সদ্য তিনি ইরানকে হুমকিও দিয়েছেন। সবচেয়ে বড় কথা, ইজরায়েল যেখানে ইঙ্গিত দিয়েছে যে, ইরান ট্রাম্প-হত্যার ছক কষছে, সেখানে দাঁড়িয়ে ইরানের সবচেয়ে গোঁড়া ধর্মীয় নেতাকে হত্যার ছকে ট্রাম্পের সম্মতি দেওয়ারই কথা বলে মনে হতে পারে। কিন্তু, ঘটনা তেমন নয় বলেই জানা গিয়েছে।
ট্রাম্প শাসালেন ইরানকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার শাসালেন ইরানকে। তিনি বলেছেন, ইরান যদি আমেরিকা আক্রমণ করে তবে খুব ভুল করবে, আমেরিকা কিন্তু সর্বশক্তি দিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। মার্কিন মিলিটারি একেবারে ফুল স্ট্রেন্থ নিয়ে ইরান আক্রমণ করবে। ট্রাম্প পরিষ্কার করে বলে দিয়েছেন, 'তেহরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই! তবে ইরানের কারণে আমরা যদি কোনও ভাবে ডিস্টার্বড হই,তবে ইরানকে আমরা ছেড়ে কথা বলব না। সর্বশক্তি দিয়ে আঘাত করে একেবারে মাটিতে মিশিয়ে দেব ইরানকে!' খুব স্বাভাবিক ভাবেই ইরানকে দেওয়া ট্রাম্পের এই হুমকিতে সিঁদুরে মেঘ দেখছে বাকি বিশ্ব। তবে কি বড় ধরনের যুদ্ধ বাধল বলে? তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ কি এটা? আতঙ্কের পরিস্থিতি সারা বিশ্বে।
'দ্রুত পরমাণু চুক্তিতে সই করে ফেলুন'
রবিবার মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল পোস্টে লিখেছেন, ইজরায়েল-ইরান চাইলেই নিজেদের সংঘাতকে শেষ করে দিতে পারে। একটা চুক্তি স্বাক্ষরই গোটা পরিস্থিতি ঠান্ডা করে দিতে পারে। তবে ট্রাম্প এমন দাবি করলেও, তেহরান যে পারমাণবিক চুক্তিতে রাজি নয়, তা যেনতেনপ্রকারেণ বুঝিয়ে দিচ্ছে। রবিবারই এই চুক্তি স্বাক্ষরের জন্য ছিল ষষ্ঠ দফার বৈঠক যা বাতিল করেছে তেহরান। এই পারমাণবিক চুক্তি নিয়েও সংঘাত-আবহে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শনিবারই নিজের সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন, এখনও সময় আছে। পরবর্তী আক্রমণগুলি আরও নৃশংস হবে। সব শেষ হয়ে যাওয়ার আগে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ফেলুন। নইলে পরের ইজরায়েলি হামলায় আর কিছুই অবশিষ্ট থাকবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)