Israel attack on Gaza: গাজা উপত্যকায় ইজরায়েলের এয়ারস্ট্রাইক! মৃত্যুমিছিল, নিহত ২০০-র বেশি...
Israeli strikes on Gaza: ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্য করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইজরায়েল (Gaza - Israel)। অভিযোগ এমনটাই। মঙ্গলবার ভোরে গাজা জুড়ে ইজরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয় বলে দাবি। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস, রাফা-সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গিয়েছে। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে অচলাবস্থা চলাকালীনই এই হামলা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ট্রাম্পের উদ্যোগে হামাসের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করে ইজরায়েল। কথা ছিল, এই যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের হাতে বন্দি নাগরিকদের মুক্তি দেবে হামাস। সেইমতো বহু পণবন্দিকে মুক্তিও দেওয়া হয়। ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। মধ্যস্থতার ফলে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৩৩ জন ইজরায়েলি এবং পাঁচজন থাই জিম্মিকে মুক্তি দেওয়া হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই শিশু, কারণ হাজার হাজার সাধারণ মানুষের বসবাস করা এলাকায় হামলা হয়েছে। মানুষ তাদের ঘর-বাড়ি হারিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে ব্যাপক এয়ার স্ট্রাইক শুরু করেছে ইজরায়েলি সেনা। একটি টেলিগ্রাম পোস্টে তারা জানিয়েছে, 'গাজা উপত্যকায় হামাসের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।'
হামাস বলছে, ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। আর সেটা করেই গাজায় এখনও আটক থাকা ৫৯ জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে তারা। তবে এতকিছুর পরেও হামাস এখনও ঘোষণা করেনি যে তারা যুদ্ধ আবার শুরু করছে, পরিবর্তে মধ্যস্থতাকারীদের এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে আচমকাই ইজরায়েলে ঢুকে পড়ে হামলা চালিয়েছিল হামাস জঙ্গি গোষ্ঠী। ইজরায়েলের মতে, ১৫ মাসের যুদ্ধের পর, যখন হামাসের নেতৃত্বাধীন বন্দুকধারীরা ইজরায়েলি সীমান্তবর্তী শহরগুলিতে হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জন জিম্মিকে অপহরণ করে।
আরও পড়ুন, Balochistan Attack: পাক সেনা কনভয়ে বালোচ জঙ্গিদের ভয়ংকর আত্মঘাতী হামলা, উড়ল বাস, নিহত কমপক্ষে ৯০
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)