India Pakistan Tension: ভারতকে অক্ষম নকল! এবার ভুট্টোকে থারুরের সঙ্গে পাঙ্গা নিতে পাঠাচ্ছে পাকিস্তান...
India's Anti-Terror Diplomatic Outreach: ফের ভারতকে অনুকরণ। ভারত প্রতিনিধি দলকে বিশ্বের দরবারে পাঠানোর জন্য ৪৮ সাংসদের দল গঠন করতেই এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে অনুরোধ করেছেন যেন তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের “শান্তির পক্ষে যুক্তি” তুলে ধরেন।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভারতকে নকল করতে চলেছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে (Bilawal Bhutto-Zardari) অনুরোধ করেছেন যেন তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের “শান্তির পক্ষে যুক্তি” তুলে ধরেন। অদ্ভুত ব্যাপার, এই ঘটনাটি এমন এক সময়ে হয়েছে, যখন ভারত সরকার ৭ জন সংসদ সদস্যকে দায়িত্ব দিয়েছে যে নির্দিষ্ট দেশগুলোতে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং সেসব দেশের সামনে ভারতের প্রমাণ ও অবস্থান তুলে ধরার জন্য—বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের 'শূন্য সহনশীলতা' নীতির এবং পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর চালু হওয়া 'অপারেশন সিঁদুর'-এর প্রেক্ষাপটে।
ফের ভারতকে অনুকরণ পাকিস্তানের
৭ থেকে ১০ মে পর্যন্ত চারদিনের সামরিক উত্তেজনার সময় 'অপারেশন সিঁদুর'-এ অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর, ভারতকে অনুকরণ করার আরেকটি উদাহরণ হিসেবে পাকিস্তান ভুট্টোকে অনুরোধ করেছে যেন তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থান তুলে ধরেন। এই বিষয়টি ঘোষণা করে ভুট্টো এক্স-এ বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বলেছেন।
“আজ সকালে প্রধানমন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেন এবং অনুরোধ করেন যে আমি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিই, যাতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের শান্তির পক্ষে অবস্থান উপস্থাপন করা যায়। আমি এই দায়িত্ব গ্রহণ করে সম্মানিত বোধ করছি এবং এই কঠিন সময়ে পাকিস্তানের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ আছি,” — এক্স-এ লিখেছেন ভুট্টো।
ভারতকে অনুকরণ করার আগের ঘটনাটি খুব বেশি পুরনো নয়। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী সিয়ালকোটে একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন, যা ছিল একেবারে ভারতের প্রধানমন্ত্রীর কর্মসূচির নকল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছুদিন আগে পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে গিয়ে বিমানবাহিনীর যোদ্ধা এবং জওয়ানদের সঙ্গে দেখা করেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দেন, যার পেছনে ছিল এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম — যেটি পাকিস্তান দাবি করেছিল যে তারা ধ্বংস করেছে। ঠিক একইভাবে শাহবাজ শরিফও সিয়ালকোট ঘাঁটি পরিদর্শন করেন, পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং চারদিনের সংক্ষিপ্ত আকাশ যুদ্ধের পর ভারতের বিরুদ্ধে “জয়” দাবি করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)