নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে দুনিয়ার কোনও দেশ পাকিস্তানের পাশে নেই। তার পরেও ফোঁস করতে ছাড়ছেন না সে দেশের নেতারা। এবার কাশ্মীরের প্রশ্নে ভারতকে সমর্থনকারী দেশগুলিকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এক পাক মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আসন্ন উপনির্বাচনে কংগ্রেসকে ২টি আসন ছেড়ে একটিতে প্রার্থী দেবে সিপিএম  


পাকিস্তানের কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান বিষয়ক মন্ত্রী আলি আমিন গান্ডাপুর মঙ্গলবার বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে যুদ্ধ করতে বাধ্য হবে পাকিস্তান। যেসব দেশ এখন কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের শত্রু বলে গন্য করবে পাকিস্তান। তখন তাদের লক্ষ করে মিসাইল ছুড়বে পাকিস্তান।’



কাশ্মীর নিয়ে উত্তেজনা চলছেই। ৩৭০ ধারা বিলোপের পর তা আরও বেড়েছে। উপত্যকার ৩৭০ ধারা বিলোপের পর উপসাগরীয় একাধিক দেশ-সহ বন্ধু চিনের কাছ একাধিকবার দরবার করেছেন ইমরান খান। তাতে কোনও চিঁড়ে ভেজেনি। এরপরও গরম গরম কথা বলে চলেছেন পাক মন্ত্রী-নেতারা। আলি আমিনের ওই বক্তৃতার অংশ টুইট করেছেন পাকিস্তানের সাংবাদিক নায়লা ইয়ায়েত।



আরও পড়ুন-বিজেপি-তৃণমূল সংঘর্ষে তুলকালাম নিমতা, তুমুল বিক্ষোভ থানায়


উল্লেখ্য, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘেও কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ইমরান খান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইমরান বলেন, দুদেশের মধ্যে যুদ্ধ হলে অনেক কিছুই ঘটে যেতে পারে। যখন দুটি পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ নামে তখন তার ফল তাদের দেশের সীমানার মধ্যে আটকে থাকে না।