India Pakistan Tension: 'ভারতের ভয়ে' দলে দলে বাড়ি পালাচ্ছেন পাকসেনারা! হাজার-হাজার সেনার পদত্যাগবন্যায় কুটোর মতো ভেসে গেলেন মুনির-শাহবাজ...
Pakistan Soldiers Resign in India Pakistan Tension after Operation Sindoor: পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ থেকে পাক সেনা প্রধান আসীম মুনির-- দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন সকলেই! বড় বিপদ পাকিস্তানের সামনে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অপারেশন সিঁদুরে' (Operation Sindoor) বড় সাফল্য পেয়েছে ভারত। পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) প্রতিশোধ নিতে গিয়ে ভারত এতদিন ধরে পাক-মাটিতে গড়ে-ওঠা জঙ্গঘাঁটিগুলিকে নির্মম ভাবে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান (Pakistan) চমকে উঠেছে ভারতের প্রত্যাঘাতে।
পাকসেনায় পটবদল
কিন্তু তারপরেই বড় রকম পটবদল পাকসেনার ভূগোলে। ভারতের সঙ্গে যুদ্ধের আবহে লজ্জায় মুখ লুকোতে পারছে না পাকিস্তান। কেন? কেননা, দলে দলে পাক সেনা আর্মি ছেড়ে দৌড়ে পালাচ্ছেন। এই ঘটনার জেরে পাক সরকারও যেমন বড় সংকটে পড়ে গিয়েছে, তেমনই বিপদে পড়েছে পাক মিলিটারিও।
কেন?
৪৫০০ ট্রুপ এবং ২৫০ জন সেনা অফিসার
পাছে, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাই পাকেসেনারা ভয়ে পড়ে দলে-দলে দৌড়ে পালাচ্ছেন। কেননা, শোনা গিয়েছে, ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে রীতিমতো ভয় পাচ্ছে তারা। আর সেই ভয়ে অন্তত পক্ষে ৪৫০০ ট্রুপ এবং ২৫০ জন সেনা অফিসার এখনই সৈন্যদল ছেড়ে, তাদের পদাধিকার ত্যাগ করে পালিয়েছে।
সংকটে মুনির
যে কারণে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক সেনাপ্রধান আসীম মুনির গভীর সংকটে পড়ে গিয়েছেন। এর ফলে পদত্যাগের বন্যা বয়ে গিয়েছে পাক সেনাদলে। ভারত যদি ফের প্রত্যাঘাত করে তাহলে কী হবে? ভারত যদি যুদ্ধ করে তখন কী ভাবে তা সামাল দেবে পাকসেনারা? কেননা, তারা এক পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় ভুগছে। তাই সাততাড়াতাড়ি কাজকর্ম সব ছেড়ে প্রাণটুকু নিয়ে পালিয়েছে।
আসলে ভারত যদি পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নেমে পড়ে তবে এঁটে উঠবে না পাকিস্তান। তাই সেনার পরিবার বন্ধু-আত্মীয় পরিজন সংশ্লিষ্ট সেনার নিরাপত্তা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন! শুধু তাই নয়, তাঁরা ঘরের লোকটিকে নিরাপদে বাড়িতে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাততাড়াতাড়ি পদত্যাগপত্র পাঠিয়ে দিতেও জোর করছেন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)