India Pakistan Tension: পাঞ্জাবের কলঙ্ক! ভারতসন্তান হয়েও গোলাবারুদ ছুড়লেন সেই ভারতের দিকেই...অবিশ্বাস্য আসীম মুনির...
Asim Munir The First Punjabi General to Attack India: ভারতে জন্মেও ভারতের সঙ্গে লড়াই। এ এক অবিশ্বাস্য তথ্য। যা নিয়ে বহু জায়গায় হইচই চলছে। আর এ প্রসঙ্গেই উঠে আসছে আরও নানা হিসাব। নানা তথ্য।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেনারেল আসীম মুনির (General Asim Munir) কি ভারতের সঙ্গে সংঘর্ষবিরতিতে (ceasefire) মোটেই খুশি হননি? এরকম একটা কথা তখনই ঘুরছিল। এবার জানা গেল এক আশ্চর্য তথ্য-- আসীমই প্রথম পাক সেনাপ্রধান যিনি ভারতে জন্মেও ভারতের সঙ্গে যুদ্ধ করলেন! হ্যাঁ, জেনারেল আসীম মুনিরই প্রথম পাকিস্তানি সেনাপ্রধান যিনি ভারতের মাটিতে জন্মেও ভারতের সঙ্গে লড়াই করলেন। এটা একটা অবিশ্বাস্য তথ্য। যা নিয়ে বহু জায়গায় হইচই চলছে। আর এ প্রসঙ্গেই উঠে আসছে একটা হিসাব। আসীম মুনিরের ক্ষেত্রে ঠিক কী কী একেবারে প্রথম?
হাফিজ মুনির
আসুন একটু দেখে নেওয়া যাক। জেনারেল মুনিরকে বলা হয় COAS। এর অর্থ কভেটেড সোর্ড অনার্স, সংক্ষেপে সেটাই COAS। এই COAS-দের মধ্যে মুনিরই প্রথম যিনি মাদ্রাসা-শিক্ষিত। অফিসার্স ট্রেনিং স্কুলে (OTS) থাকতে থাকতেই তিনি এই সম্মান অর্জন করেন। সময়টা সেই জিয়া উল হকের আমল। আরও আছে, তিনি যখন সৌদি আরবে লেফটেন্যান্ট কর্ণেল, তখন তিনি গোটা কোরান মুখস্থ করে ফেলেন। যে কারণে তিনি হাফিজ অভিধায় ভূষিত হন। তিনিই প্রথম পাক জেনারেল যিনি এই কৃতিত্ব অর্জন করেন।
রাজনীতি-সমাজ-বিদেশনীতি
মুনিরই প্রথম পাক জেনারেল যিনি তার দেশকে তার সমস্ত পড়শির সঙ্গে সংঘাতে নিয়ে গিয়েছেন। আফগানিস্তান ও ইরানের সঙ্গেও তার ঝামেলা। এ-ও ঠিক জেনারেল মুনিরের আগে পাকিস্তানে আর কোনও সেনাপ্রধান আসেনি, যিনি শুধু যুদ্ধ নয়, রাজনীতি-সমাজ-বিদেশনীতি ইত্যাদি নিয়েও গভীর জ্ঞানের অধিকারী। তিনিই প্রথম সেনাপ্রধান যিনি ডিরেক্টর জেনারেল মিনিটারি ইনটেলিজেন্স এবং ডিরেক্টর জেনারেল ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স-- দুটি বিষয়েই কাজ করেছেন।
বদলের মুখ মুনির?
গত শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষিত হয়। কিন্তু সংঘর্ষবিরতি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই কাশ্মীর-গুজরাত-সহ দেশের বিভিন্ন অংশে হামলা চালায় পাকিস্তান। ড্রোন অ্যাটাক করে বলেও শোনা যায়। এই অ্যাটাকের পরেই প্রশ্ন উঠে আসে-- তবে কি পাকসেনার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে পাকিস্তানের সরকার? পাকসরকারের কথায় আর কান দিচ্ছে না পাকসেনা? ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, তবে কি আবার একটা সেনাঅভ্যুত্থান ঘটতে চলেছে ভারতের পড়শিদেশে? জেনারেল আসীম মুনির যার মুখ?
সেনা অভ্যুত্থান
আসলে পাকিস্তানের ক্ষেত্রে এরকম প্রশ্ন ওঠার কারণও আছে। কেননা, এর আগেও বেশ কয়েকবার সেনা অভ্যুত্থান ঘটেছে সেখানে। প্রথম অভ্যুত্থান ঘটেছিল ১৯৫৮ সালের ২৭ অক্টোবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন ছিলেন ফিরোজ খান নুন। সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আইয়ুব খান এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জাকে উৎখাত করেন এবং নিজেই পাকিস্তানের রাষ্ট্রপতি হন। এই অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়। দ্বিতীয় অভ্যুত্থান হয় ৫ জুলাই ১৯৭৭। সেই সময়ে জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী। জেনারেল মুহাম্মদ জিয়া-উল হক এক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৭৮ সালে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। তৃতীয় অভ্যুত্থান ঘটে ১৯৯৯ সালের ১২ অক্টোবর। সে সময়ে পাক প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দাদা নওয়াজ শরিফ। জেনারেল পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরিফকে সরিয়ে নিজেকে প্রধান নির্বাহী ঘোষণা করেন। পরে রাষ্ট্রপতি হিসেবেও ক্ষমতা গ্রহণ করেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)