Pope Leo XIV: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে মুখ খুললেন পোপ, বললেন...

Pope Leo XIV:   আজ, রবিবার ভ্যাটিক্যানে সাপ্তাহিক প্রার্থনা যোগ দেন পোপ লিও। ইশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করেন। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারে ভক্তদের সঙ্গে কথা বলেন পোপ।

তনুময় ঘোষাল | Updated By: May 11, 2025, 10:57 PM IST
Pope Leo XIV: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে মুখ খুললেন পোপ, বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আর কোনও যুদ্ধ নয়'। ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেন পোপ লিও। ইউক্রেনেও এবার যুদ্ধবিরতির আহ্বান জানালেন তিনি।

আরও পড়ুন:   Bangladesh Former President: ইউনূস জমানায় জীবন বিপন্ন, লুঙ্গি-গেঞ্জি পরে ছদ্মবেশে প্লেন ধরে পালালেন রাষ্ট্রপতি!

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ,  আজ, রবিবার ভ্যাটিক্যানে সাপ্তাহিক প্রার্থনা যোগ দেন পোপ লিও। ইশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করেন। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারে ভক্তদের সঙ্গে কথা বলেন পোপ।

গত ২১ এপ্রিল প্রয়াত হন পোপ ফ্রান্সিস। পরবর্তী পোপ কে হবেন? চিরাচরিত রীতি মেনে চূড়ান্ত গোপনীয়তায় বাছাই পর্ব চলে ভ্যাটিক্যানে। শেষপর্যন্ত নতুন পোপ হিসেবে কার্ডিনাল রবার্ট প্রিভোস্টের নাম ঘোষণা করা হয়।  তাঁর নাম হয় পোপ লিও চতুর্দশ। রবার্ট প্রিভোস্ট  আমেরিকার নাগরিক। জন্ম শিকোগাতে। এই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন কোনও মার্কিন নাগরিক।

আরও পড়ুন:  Cyclone: বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণিঝড়ের জন্ম! ধেয়ে আসছে 'শক্তি'...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.