Colombia: দেশের প্রেসিডেন্ট হতে চাওয়াই কাল হল! ভোট চাইতে গিয়ে মাথায় গুলি খেলেন...
Colombia: ভোটমুখী কলম্বিয়ার হুইচই। প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কলম্বিয়ায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে। দুটি গুলি লেগেছে মাথায়, আর একটি গুলি হাঁটুতে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুলি চলল রাজধানী বোগোটায় একটি নির্বাচনী জনসভায়।
আরও পড়ুন: Bangladesh: ইউনূসের বাংলাদেশে ঈদের ছুটি! লোকজন নেই, খাঁ খাঁ করছে ঢাকা...
২০২৬ সালে কলম্বিয়ায় ভোট। ডেমোক্র্যাটিক সেন্টার পার্টির সদস্য় মিগুয়েল। কলম্বিয়ার জাতীয় রাজনীতিতে তিনি খুবই জনপ্রিয়। দীর্ঘদিনের সেনেটর। ছাব্বিশে প্রেসিডেন্ট পদে ভোট লড়ছেন বছর উনচল্লিশের এই নেতা। মিগুয়েলের উপর হামলা বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, জনসভায় ভাষণ দেওয়ার পর খুব কাছ থেকে লক্ষ্য খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর আতঙ্কে রীতিমতো ছোটাছুটি করতে শুরু করেন সভায় উপস্থিত লোকজন।
ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থীকে। স্ত্রী মারিয়া ক্লাউদিয়া জানিয়েছেন, মিগুয়েল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশবাসীদের স্বামীর সুস্থতার কামনায় প্রার্থনার করার আহ্বান জানিয়েছেন তিনি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট স্তাভো পেত্রোর ভিডিয়ো বার্তায় বলেন, 'আজ একটি বেদনার দিন। মিগুয়েল উরিবের সঙ্গে রাজনৈতিক মতভেদ রয়েছে, কিন্তু তা শুধুই রাজনৈতিক। এখন সবচেয়ে জরুরি হল, তাঁর জীবনের জন্য প্রার্থনা করা'। এই ঘটনার নিন্দা করেছেন বেগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গালান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)