Putin to visit India: যুদ্ধের আবহেই মোদীর ডাকে সাড়া দিয়ে ভারতে আসছেন পুতিন! উপমহাদেশের সঙ্গে কোন নতুন সমীকরণে...
Putin to visit India: ২০২৪ সালেই মস্কো গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ২০২৫ সালে দিল্লি আসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। মোদীর পাল্টা? না, অন্য কোনও সমীকরণ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদীর পাল্টা? ভারতে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবারই রাশিয়ার তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এটিই হতে চলেছে রাশিয়ার প্রধান পুতিনের প্রথম দিল্লিসফর। উল্লেখ্য, ২০২৪ সালেই মস্কো গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কেন পাল্টার প্রশ্ন উঠছে? রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, 'পুতিনের ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে।' তবে ঠিক কোন সময়ে তিনি ভারতে আসবেন, সে ব্যাপারে অবশ্য তিনি স্পষ্ট করে কিছু জানাননি। লাভরভ বলেছেন, 'প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রশাসনিক প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন!' প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নির্বাচিত হওয়ার পরে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে গিয়েছিলেন রাশিয়ায়। বিবৃতিতে সেকথার উল্লেখ করে লাভরভ বলছেন, 'এবার আমাদের পালা।' ফলে খুব স্বাভাবিক ভাবেই মোদীর পাল্টা হিসেবে পুতিনের সফরের তত্ত্ব উঠে আসছে।
ভারত-রাশিয়া সম্পর্ক বরাবরই ভালো। তবে ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের আরও কাছে এসেছে রাশিয়া। আর নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্কও আন্তর্জাতিক স্তরে সকলের জানা। গত অক্টোবরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদী। গত জুলাইতেও ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান মোদী। দুদেশের সম্পর্ককে আরও জোরদার করতেই কি পুতিনের সফর? সময়ই সেটা বলবে।
পুতিন যে ভারতে আসতে পারেন, সেকথা অবশ্য শোনা গিয়েছিল ২০২৪ সালের নভেম্বরেই। রাশিয়ার প্রশাসনিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তখনই জানিয়ে দিয়েছিলেন, 'শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ভারত সফরের দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আলোচনা চলছে।' আর এবার রাশিয়া পরিষ্কার করে জানিয়েই দিল, পুতিনের সফরের প্রস্তুতি শুরু হয়েছে! তিনি ভারতে এসে পড়লেন বলে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)