ওয়েব ডেস্ক : একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস । এই শহরেই রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর । ছবির মতো সাজানো বেলজিয়ামের এই শহরের ইতিহাসও বেশ পুরনো । শহর ব্রাসেলসের কয়েকটি অজানা তথ্য-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ব্রাসেলসেই রয়েছে ইউরোপের সবচেয়ে প্রাচীন শপিংমল গ্যালারিস রয়্যালস সেইন্ট হুবার্ট। যার সূচনা ১৮৪৭ সালে।



২) এই শহরে উদ্বাস্ত হয়ে ছিলেন অনেক বিখ্যাত ব্যক্তি। কার্ল মার্কস, ভিক্টর হুগো, চার্লস বডেলেইয়ার, অগাস্টে রডিন প্রমুখ।



৩) ভোজনরসিক এই শহরের প্রতি বর্গমাইলে রয়েছে কমপক্ষে দেড়শোর বেশি রেস্তরাঁ। সস্তা, স্বাস্থ্যকর ও সুস্বাদ খাবারের অঢেল সম্ভার।



৪) বাকিংহাম প্যালেসের আদলে তৈরি রয়্যাল প্যালেস অফ ব্রাসেলস। বছরে মাত্র একবার, অগাস্ট মাসের শেষদিকে কয়েক সপ্তাহের জন্য জনসাধারণের উদ্দেশে খুলে দেওয়া হয় প্যালেসের দরজা।



৫) ব্রাসেলস বহু কমিক চিত্রশিল্পীর জন্মশহর। তাই শহরের রাস্তায় দেওয়ালে দেওয়ালে দেখা যায় বিভিন্ন কমিক চরিত্রের ছবি ও আঁকা কার্টুন। যারমধ্যে রয়েছে আমাদের প্রিয় কমিক হিরো টিন টিন, লাকি লুক, গ্যাসটন, গিল জর্ডন ও মারসুপিলামি। পর্যটকদের জন্য ব্রাসেলস কমিক স্ট্রিপ রুট নামে একটি রাস্তাও রয়েছে।



৬) ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বৃহত্তম চকোলেট বিক্রয় কেন্দ্র।