Soudi Arab on Palestine's hajj pilgrimage: যুদ্ধধ্বস্ত প্যালেস্টাইনের পাশে সৌদির বাদশাহ, ১০০০ ধর্মপ্রাণকে নিখরচায় হজে আমন্ত্রণ!

Hajj 2025: হজ ও ওমরাহর জন্য সৌদি আরবের দুটো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নবনীতা সরকার | Updated By: May 19, 2025, 09:46 PM IST
Soudi Arab on Palestine's hajj pilgrimage: যুদ্ধধ্বস্ত প্যালেস্টাইনের পাশে সৌদির বাদশাহ, ১০০০ ধর্মপ্রাণকে নিখরচায় হজে আমন্ত্রণ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের। এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দি হয়েছে কিংবা ইসরায়েলের হামলায় আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে এই ফ্রি হজের আমন্ত্রণ। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- Nusrat Faria arrested crisis depend on Bangladesh: নুসরাতের রাত কাটবে জেলে, মুক্তি কবে? কেউ জানে না! এরপর পালা ফেরদৌস, অপু বিশ্বাস আর...

ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে।

হজ ও ওমরাহর জন্য সৌদি আরবের দুটো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল।

আরও পড়ুনLashkar-e-Taiba chief Commander Saifulla Killed in Pakistan: খতম লশ্কর শীর্ষনেতা! পাকভুমিতেই বধ ভারতে তিনটি বড় নাশকতায় ‘মূলচক্রী’...

ইসরায়েলের হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রায় পুরো জনগোষ্ঠীই বাস্তুচ্যুত হয়েছে। হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।কেবল প্রাণহানিই নয়, ইসরায়েলের অবরোধে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। হামাসের ওপর জিম্মি মুক্তির জন্য চাপ বাড়াতে ইসরায়েল গাজায় গত মার্চ থেকে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে রেখেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.