নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া। ক্রমশ বাড়তে থাকে জলের স্তর। প্রাণে বাঁচার জন্য হাজার হাজার সাপ এবং মাকড়সা ভিড় করেছে লোকালয়। বাড়ির জালনা দরজায় কিলবিল করছে মাকড়সা। জলের স্রোতের সঙ্গে ভেসে আসছে পোকা-মাকড় থেকে শুরু করে সাপ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্টারনেটে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গিজগিজ করছে বড় বড় মাকড়সা। জল থেকে বাঁচতে দেওয়াল বেয়ে বেয়ে উঠছে তারা। 


 



৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হল অস্ট্রেলিয়া। গত তিনদিনের অবিরাম বৃষ্টিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বহমান হতেই বন্যা পরিস্থিতি তৈরি হল সে দেশে। রাজধানী সিডনির আশপাশে ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূবাঞ্চলের নদী ও বাঁধগুলো উপচে পড়ছে বলে জানান হয়েছে।