নিজস্ব প্রতিবেদন : ফের বিশ্বের দরবারে মুখ পুড়ল পাকিস্তানের। বন্ধ করে দেওয়া হল পাক প্রতিরক্ষা দফতরের টুইটার হ্যান্ডেল। প্ল্যাকার্ড হাতে ভারতীয় তরুণীর বিকৃত ছবি পোস্ট করার জন্যই তাদের টুইটার হ্যান্ডেলটি বন্ধ করে দিল সংস্থা। এই অ্যাকাউন্টের মাধ্যমে তাদের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সেনাবাহিনীর নানা ছবি পোস্ট করা হত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সম্প্রতি প্ল্যাকার্ড হাতে এক ভারতীয় তরুণীর ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। দেখা যায় সেই প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ''আমি একজন ভারতীয়। তবুও আমি ভারতকে ঘৃণা করি। ভারত সরকার নাগাল্যান্ড, মণিপুর, জুনাগড়, হায়দরাবাদ, সিকিম, কাশ্মীর, মিজোরাম ও গোয়া নামের দেশগুলিকে দখল করে রেখেছে। আর সেখানে ঔপনিবেশিক শাসন চালাচ্ছে।''


 



এই পোস্টটিকে ঘিরেই সাড়া পড়ে যায় সর্বত্র। শুরু হয় তদন্ত। দেখা যায় ওই তরুণীর হাতে থাকা আসল প্ল্যাকার্ডে যা লেখা ছিল, তাকে ফটোশপ করে পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে গোটা লেখাটাই ভারত বিরোধী করে তোলা হয়েছে। এরপরই পাক প্রতিরক্ষামন্ত্রকের টুইটার হ্যান্ডেলটি বন্ধ করে দেওয়া হয়।


পাক প্রতিরক্ষামন্ত্রকের এমন নক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। এমনকি কাওয়ালপ্রীত কৌর নামে ওই তরুণীও তাঁর টুইটার অ্যাকাউন্টে পাক প্রতিরক্ষামন্ত্রকে আক্রমণ করেন এমন বিকৃত ও নকল ছবি প্রকাশের জন্য।