Ukraine Asked to Pay 100 Billion Dollar: 'কী আপদ! জেলেনস্কিটা প্রতিবার ওয়াশিংটনে আসে, আর ১০০ বিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে যায়' ট্রাম্প...
Ukraine Asked to Pay 100 Billion Dollar to Donald Trump: এক সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি উদ্বিগ্ন এই কথা ভেবে যে, ইউক্রেনকে সাহায্যের জন্য কোটি কোটি ডলার 'অপচয়' হচ্ছে আমেরিকার। কতদিন চলবে এটা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে 'বিশ্বের সেরা বিক্রেতা' বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি জেলেনস্কি বিশ্বের সবচেয়ে বড় বিক্রেতা, আমার চেয়ে অনেক ভালো।
কেন একথা বললেন ট্রাম্প?
ট্রাম্প বলেন, জেলেনস্কি ওয়াশিংটনে আসেন, আর প্রতিবারই ১০০ মিলিয়ন ডলার নিয়ে বেরিয়ে যান। শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি উদ্বিগ্ন যে, ইউক্রেনকে সাহায্যের জন্য কোটি কোটি ডলার 'অপচয়' করা হচ্ছে।
শান্তির পথে বাধা?
উপস্থাপক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ট্রাম্প কি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তির পথে বাধা? কিন্তু ট্রাম্প এ নিয়ে কথা বলার পরিবর্তে ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনা করতে শুরু করে দেন। তিনি বলেন, জেলেনস্কির সঙ্গে আমার খুবই খারাপ সময় কেটেছে, কারণ তাঁর কথা আমার পছন্দ হয়নি।
জো বাইডেনের কিয়েভে পাঠানো সাহায্য
ট্রাম্প তাঁর পূর্বসূরি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভে পাঠানো সাহায্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমার ঘৃণা হচ্ছিল দেখে, আমি রেগে গিয়েছিলাম।
৬০ বিলিয়ন ডলারের চেক দেখে আমার রাগ হচ্ছিল। কংগ্রেস বলছে, এসব টাকা কোথায় যাচ্ছে? যদিও ট্রাম্প অতীতে জেলেনস্কি এবং পুতিন উভয়েরই সমালোচনা করেন। তবে তিনি রাশিয়ার সঙ্গে চলতি সংঘাতের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইউক্রেন এবং বাইডেন প্রশাসনকে দায়ী করেন।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ১২৮ বিলিয়ন ডলার দিয়েছে। যার মধ্যে ৬৬.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তাও রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)