জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ইরান-ইসরায়েলের মাঝে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) স্বয়ং। ইরানকে হুমকি দিয়ে বললেন, সাবধান! পূর্ণশক্তিতে আঘাত করব। এবার এই মানচিত্রে ঢুকে পড়লেন কি নর্থ কোরিয়ার কিম জন উন (Kim Jong Un)? তিনি এবার ইরানে হামলা করার জন্য অপরাধী সাব্যস্ত করলেন ইসরায়েলকে। ইসরায়েলকে তিনি এশিয়ায় ক্যানসারের মতো অস্তিস্ব (Israel cancer-like entity) বলে উল্লেখ করলেন।
আরও পড়ুন: Deadly Attack: ১২০ মিনিটের মৃত্যুতাণ্ডব! অতর্কিত আক্রমণে ডুবল ২১ মার্কিন জাহাজ, ধ্বংস ৩০০ বিমান, ভয়ংকর মৃত্যু ২৪০৩ সেনার...
ইসরায়েলের পাশে ট্রাম্প
ভারত-পাকিস্তানের মতো ইরান ইসরায়েল যুদ্ধরত দু'দেশের (Iran Israel War) মধ্যেও শান্তি রচনা করবেন তিনি-- এমনই দাবি ডোনাল্ড ট্রাম্পের। জানা গেল, ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনিকে (Ayatollah Ali Khamenei) হত্যার যে-ছক ইসরায়েল কষেছে, ডোনাল্ড ট্রাম্প নাকি তা আটকে দিয়েছেন। আন্তর্জাতিক রাজনীতির সাপেক্ষে জরুরি খবর সন্দেহ নেই! প্রসঙ্গত, নীতিগত ভাবে ইজরায়েলের পাশে থাকলেও ইরানের শীর্ষ নেতাকে নিকেশ করার ইজরায়েলি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দফতরসূত্রে এই খবর মিলেছিল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্পকে খতমের ছক কষছে ইরান। সেই দাবির কোনো প্রমাণ অবশ্য হোয়াইট হাউস পায়নি। তবে, ইরান-ইজরায়েল যুদ্ধে ইজরায়েলের পাশেই আছেন ট্রাম্প। ট্রাম্প ইরানকে হুমকিও দিয়েছেন।
আরও পড়ুন: Deadly Bus Accident: ভয়াবহ গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কা বাসে! যাত্রীরা সজোরে ছিটকে পড়লেন জাতীয় সড়কে, ২৫ জন...
ট্রাম্প শাসালেন ইরানকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাসালেন ইরানকে। তিনি বললেন, ইরান যদি আমেরিকা আক্রমণ করে তবে খুব ভুল করবে, আমেরিকা সর্বশক্তি দিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। মার্কিন মিলিটারি একেবারে ফুল স্ট্রেন্থ নিয়ে ইরান আক্রমণ করবে। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন, 'তেহরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই! তবে ইরানের কারণে আমরা যদি কোনও ভাবে ডিস্টার্বড হই,তবে ইরানকে আমরা ছেড়ে কথা বলব না। সর্বশক্তি দিয়ে আঘাত করে একেবারে মাটিতে মিশিয়ে দেব!' খুব স্বাভাবিক ভাবেই ইরানকে দেওয়া ট্রাম্পের এই হুমকিতে সিঁদুরে মেঘ দেখছে বাকি বিশ্ব। তবে কি বড় ধরনের যুদ্ধ বাধল বলে? তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ? আতঙ্কের পরিস্থিতি সারা বিশ্বে।
আরও পড়ুন: Cursed Year 2025 EXPLAINED: ৮৪ বছরের আগের অভিশপ্ত ক্যালেন্ডার তাড়া করছে ২০২৫ সালকে! আমরা কি এখন এক 'ইভিল টাইম লুপে'র প্যাঁচে?
কিমের ধমক ইসরায়েলকে
আর ঠিক এই সময়েই আমেরিকার পুরনো শত্রু কিম জন উন যুদ্ধ-সমীকরণে প্রবেশ করলেন। তিনি ইজরায়েলকে সরাসরি ক্যানসার বলে উল্লেখ করলেন। বললেন পশ্চিম এশিয়ার পাপ ইজরায়েল। ইজরায়েল ইরানে এয়ার স্ট্রাইক করে ভুল করেছে। ইজরায়েল এশিয়ার শান্তি পরিস্থিতি তৈরির ক্ষেত্রে বড় অন্তরায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের শক্তির বলে ইরানের সঙ্গে অন্যায় করছে।
কিম বনাম ট্রাম্প
আর এখন যা পরিস্থিতি, তাতে ইরানকে সমর্থন জানানো মানে, বা ইসরায়েলের সমালোচনা করা মানে সরাসরি মার্কিনি বিষনজরে পড়ে যাওয়া। নর্থ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বরাবর সংঘাতের সম্পর্ক। সেই প্রেক্ষিতে চলতি ইরান-ইজরায়েল যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে দুদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া কিছু আশ্চর্যের নয়। আর সেটাই ঘটল। সেটা অবশ্য প্রকাশ করল উত্তর কোরিয়ার শত্রু দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার 'নমিনি ফর ডিরেক্টর অফ দ্য ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস লি জং-সিওক' পরিষ্কার করে বলে দিলেন, তিনি একেবারে নিশ্চিত যে, যদি কিম এখন কোনও বেচাল করেন, তাহলে ট্রাম্প পরমাণুশক্তি নিয়ে উত্তর কোরিয়া আক্রমণ করতে দুবার ভাববেন না! হয়তো পিয়নগিয়াংয়ে কিমের দেশের নিউক্লিয়ার ওয়ারহেড আক্রমণ করে বসতে পারে আমেরিকা। আর সেটা যদি ঘটে, তবে বড় মাপের যুদ্ধ বেধে যেতে পারে বিশ্ব জুড়ে বলেই আশঙ্কা সকলের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)