Donal Trump 'আমার চাপেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে', ফের দাদাগিরির দাবি ট্রাম্পের
'পরমাণু যুদ্ধ আটকে দিলাম'। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে এবার কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, 'ভারত-পাক যুদ্ধ আটকানোর জন্য গর্বিত। দুই দেশকে বলেছিলাম, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ করে দেব'।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'পরমাণু যুদ্ধ আটকে দিলাম'। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে এবার কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, 'ভারত-পাক যুদ্ধ আটকানোর জন্য গর্বিত। দুই দেশকে বলেছিলাম, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ করে দেব'।
তখনও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার শুরু করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প বলেন, 'শনিবার আমার মধ্যস্থতাতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। আমার মনে হয়, ভারত ও পাকিস্তানের মধ্য়ে এটাই স্থায়ী যুদ্ধবিরতি। দুই দেশের কাছেই পরমাণই শক্তি আছে। পরমাণু যুদ্ধ আটকানোর জন্য আমি গর্বিত'। ট্রাম্পের দাবি, 'ভারত ও পাকিস্তানকে বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ না থামাও, তাহলে বাণিজ্য বন্ধ করে দেব। তারপর হঠাত্ করে তারা বলল, আমরা থামব। আমি পরমাণু যুদ্ধ আটকে দিলাম'।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্য়ে যুদ্ধবিরতি কথা প্রথম ঘোষণা করেছিলেন ট্রাম্পই। তারপর দু'দেশের তরফে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতির কথা জানানো হয়।
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
ঘটনাটি ঠিক কী? অপারেশন সিদুঁরের পর ভারতে পাল্টা আঘাত হেনেছিল পাকিস্তান। কবে? বৃহস্পতিবার রাতে। এরপর শুক্রবার সন্ধ্যা নামে ভারতের আকাশসীমা ঢুকে পড়ে পাক ড্রোন। পাল্টা জবাব দেয় বায়ুসেনাও। এরপর শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। গতকাল রবিবার সাংবাদিক সম্মেলনে DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই বলেন, '১০ মে সকালে হটলাইনে পাকিস্তানের DGMO একটি বার্তা পাই। আমার সঙ্গে কথা বলতে চান তিনি। ততক্ষণে আমাদের প্রাথমিক লক্ষ্যপূরণ হয়ে গিয়েছিল। তাই পাকিস্তানের DGMO-র সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়'। জানান, 'শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানে ডিজিএমও-র সঙ্গে আমার সঙ্গে কথা হয়। পাকিস্তানের ডিজিএমও-ই এই প্রস্তাব দিয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)