Donald Trump on India Pakistan Conflict: 'ভারত-পাকিস্তানকে বলেছিলাম, এসো ব্যবসা করি! ঝামেলা মেটাও...' 'ভোলবদল' ট্রাম্পের!
ভোলবদল! 'ভারত এবং পাকিস্তান দুই দেশকেই ব্যবসার প্রস্তাব দিয়েছিলাম', বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, 'সেই প্রস্তাবই কাজে দিয়েছে'। নিজেই জানালেন, 'ভারত-পাক সমস্যা মিটলেও তার স্থায়িত্ব কত দিন থাকবে, তা নিয়ে সংশয়ে ছিলেন। তবে এখন তাঁর মনে হচ্ছে সমস্যা মিটে গিয়েছে'।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোলবদল! 'ভারত এবং পাকিস্তান দুই দেশকেই ব্যবসার প্রস্তাব দিয়েছিলাম', বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, 'সেই প্রস্তাবই কাজে দিয়েছে'। নিজেই জানালেন, 'ভারত-পাক সমস্যা মিটলেও তার স্থায়িত্ব কত দিন থাকবে, তা নিয়ে সংশয়ে ছিলেন। তবে এখন তাঁর মনে হচ্ছে সমস্যা মিটে গিয়েছে'।
ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প। এবার অবশ্য় বললেন, তিনিই এই সংঘর্ষবিরতি করিয়েছেন এমনটা নয়। তবে মার্কিন প্রশাসন যে ভূমিকা নিয়েছিল, তাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা মেটাতে সাহায্য হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছিল। হঠাৎ করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দেখা যেতে শুরু করল। আমরা এটিকে থামাতে পেরেছি। দু’দিন আগেও আমার মনে হচ্ছিল, হয়তো এটির সমাধান হয়নি। কিন্তু এখন মনে হচ্ছে, সমস্যা মিটে গিয়েছে। আমরা ওদের (ভারত এবং পাকিস্তান) সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যুদ্ধের বদলে ব্যবসা করার কথা'।
এর আগে, ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতে কৃতিত্ব দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেছিলেন, 'আমার মধ্যস্থতাতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। আমার মনে হয়, ভারত ও পাকিস্তানের মধ্য়ে এটাই স্থায়ী যুদ্ধবিরতি। দুই দেশের কাছেই পরমাণই শক্তি আছে। পরমাণু যুদ্ধ আটকানোর জন্য আমি গর্বিত'। তাঁর দাবি ছিল, 'ভারত ও পাকিস্তানকে বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ না থামাও, তাহলে বাণিজ্য বন্ধ করে দেব। তারপর হঠাত্ করে তারা বলল, আমরা থামব। আমি পরমাণু যুদ্ধ আটকে দিলাম'। বস্তুত, সোশ্যাল মিডিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্য়ে যুদ্ধবিরতি কথা প্রথম ঘোষণা করেছিলেন ট্রাম্পই। তারপর দু'দেশের তরফে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতির কথা জানানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)