আকাশে `ওটা` কী? UFO নাকি? (দেখুন ভিডিওতে)
ভিনগ্রহের `ওরা` কি তাহলে সত্যিই আছে? আকাশে দেখা গেল `ওটা` কী? ঠিক যেন UFO-র মত দেখতে! তবে কি ওরা পৃথিবীতে এসেছিল? তাহলে কি সত্যিই পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে? আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই প্রশ্নগুলো।
ওয়েব ডেস্ক : ভিনগ্রহের 'ওরা' কি তাহলে সত্যিই আছে? আকাশে দেখা গেল 'ওটা' কী? ঠিক যেন UFO-র মত দেখতে! তবে কি ওরা পৃথিবীতে এসেছিল? তাহলে কি সত্যিই পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে? আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই প্রশ্নগুলো।
একটা আলোর চাকতি। ধীরে ধীরে উঠে যাচ্ছে মহাকাশে। পিছনে রেখে যাচ্ছে মেঘের লেজ। তারপর একসময় তা মহাকাশ থেকে নেমে আসা দ্বিতীয় কোনও বস্তুর সঙ্গে মিশে যাচ্ছে। নিভে যাচ্ছে আলো। সম্প্রতি সামনে এসেছে এমনই এক ভিডিও। আর তারপরই ফের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে UFO।
একদল গবেষক বলছেন, হ্যাঁ। ওটা UFO-ই। আর এটাই প্রমাণ করে যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। 'ইটি'রা আছে। আবার একদল গবেষকের কাছে, এসব বুজরুকি। ভিডিওয় ধরা পড়া আলোর চাকতির মত জিনিসটি হয়তো কোনও রকেট বা ধূমকেতু। দেখুন সেই ভিডিওটি-