ওয়েব ডেস্ক: আড়াই কেজি থেকে তিন কেজি, সাধারণত এরকমই হয় সদ্য জন্মানো শিশুর ওজন। কিন্তু ব্রিয়ান্না সাইকস যে শিশুর জন্ম দিলেন তার ওজন স্বাভাবিকের থেকে প্রায় তিন গুণ বেশি। অবাক হলেন তো শুনে? এমনটাই সত্যি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা ব্রিয়ান্না সাইকস। শিশুকে গর্ভে ধরে রাখার মতো প্রয়োজনীয় অবস্থা শরীরে না থাকায় সময়ের আগেই ব্রিয়ান্নার ডেলিভারির ব্যবস্থা করতে হয়। সারাদিন ধরে প্রসববেদনায় প্রচণ্ড কষ্ট পাওয়ার পর সন্ধে ৭টা ১৫ নাগাদ একটি শিশুর জন্ম দেন ব্রিয়ান্না। কিন্তু ডেলিভারির পর শিশুটির ওজন দেখে চমকে ওঠেন ডাক্তাররা। ৫৭ সেন্টিমিটার লম্বা শিশুটির ওজন ৫.৯ কেজি। রেকর্ড না গড়লেও পশ্চিম অস্ট্রেলিয়ায় জন্মানো সবথেকে বেশি ওজনের শিশু এটি। যদিও বিশ্বের সবথেকে বেশি ওজনের শিশুর জন্মও অস্ট্রেলিয়াতেই। তিন বছর আগে কুইন্সল্যান্ডে জন্মায় সবথেকে বেশি ওজনের শিশু। ওজন ছিল ৬.৭৬ কেজি।