Viral News: স্বামী জড়িয়েছেন পরকীয়ায়! স্ত্রীর কাছে কফির কাপে গোপন তথ্য ফাঁস ChatGPT-র! এবার ডিভোর্স...

Coffee Cup Reading: স্বামী কাপের অবশিষ্ট কফি বিচার করে তার পরকীয়া ধরল স্ত্রী। তারপরই ডিভোর্স চেয়ে বসলেন স্ত্রী। এমন আজগুবি কাণ্ডে চক্ষু চড়কগাছ। 

সৌমিতা খাঁ | Updated By: May 11, 2025, 03:08 PM IST
Viral News: স্বামী জড়িয়েছেন পরকীয়ায়! স্ত্রীর কাছে কফির কাপে গোপন তথ্য ফাঁস ChatGPT-র! এবার ডিভোর্স...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী পরকীয়ায় জড়িত। স্ত্রী বুঝতে পারলেও কোনও প্রমাণ নেই। হাতেনাতে ধরবে কীভাবে? এআই অর্থাত্‍ কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিলেন স্ত্রী। জানা গিয়েছে,  ChatGPT-তে তাসিওগ্রাফি পদ্ধতির প্রয়োগ করেন তিনি।

কী এই তাসিওগ্রাফি?
তাসিওগ্রাফিকে তাসিওম্যান্সিও বলা হয়। এটি একধরণের ভাগ্যবিচার বা ভবিষ্যত্‍ জানার পদ্ধতি। এখানে কোনও ব্যক্তির পান করা চা বা কফির অবশিষ্ট থেকে তার ভবিষ্যত্‍ বা ব্যক্তিত্ব সম্বন্ধ্যে জানা যায়। এই পদ্ধতিটি বিভিন্ন সংস্কৃতিতে রয়েছে। যেমন তুর্কিয়ে কফি দিয়ে ভাগ্যবিচার বা চা পাতার মাধ্যমে ভবিষ্যৎ জানার রীতি।

ঘটনাটি ঠিক কী?
স্বামীর বিশ্বাসঘাতকতা স্ত্রী ChatGPT-তে এই পদ্ধতি প্রয়োগ করে সামনে নিয়ে আসে। এই অভিযোগ তোলার পর স্ত্রী ডিভোর্সের আবেদন করেন। জানা গিয়েছে, গ্রিসে ১২ বছরের বেশি সময় ধরে তারা বিবাহিত। দুই সন্তানও আছে। স্বামী পরকীয়া করছে এই সন্দেহে, স্ত্রী এই তাসিওগ্রাফি পদ্ধতিটি ChatGPT-তে প্রয়োগ করে। 

আরও পড়ুন:China Military: পাকিস্তান মার খেতেই নড়েচড়ে বসল চিন! জল সীমান্তে যুদ্ধজাহাজের ভিড়...

স্বামীর কফির শেষটুকুর প্যাটার্নের ছবি তিনি ChatGTP-তে আপলোড করেন। AI ওই তাসিওগ্রাফি পদ্ধতি প্রয়োগ করে। স্ত্রীকে জানায় যে, তাঁর স্বামী এক কম মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত। এমনকী সেই মহিলার নামের শুরু নাকি 'E' দিয়ে। এই তথ্য পেয়ে রেগে আগুন স্ত্রী। শেষমেশ ডিভোর্সের পথে হাঁটবেন বলে সাফ জানিয়ে দেন।

স্বামীর প্রতিক্রিয়া...
ওই মহিলার স্বামী স্থানীয় এক টিভি চ্যানেলে স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এবং ভাইরাল ট্রেন্ডের প্রতি তাঁর স্ত্রীর আকর্ষণকে দায়ী করেন। তিনি বলেন, 'আমি এই অযৌক্তিক কথা শুনে হেসে ফেলেছিলাম। কিন্তু আমার স্ত্রী সেটিকেই সত্যি বলে মনে করে। এবং আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। বাচ্চাদেরকে জানায় যে, আমারা ডিভোর্স নিচ্ছি। তারপরেই আমার কাছে আইনজীবীর ফোন আসে। তখনই আমি বুঝতে পারি যে এটা এখানেই শেষ হবে না।'

আরও পড়ুন:India Pakistan Ceasefire: গিরগিটি পাকিস্তান! সংঘর্ষবিরতিকে নিজেদের জয় বলে কাগুজে বাঘ সাজছেন শেহবাজ...

আরও জানা গিয়েছে, স্ত্রী কোনও মতেই মিউচুয়াল সেপারেশনে যেতে রাজি হননি। তিন দিন পরেই তিনি ডিভোর্সের কাগজ জমা দেন। স্বামী আরও দাবি করেন যে, তাঁর স্ত্রীর এই ধরণের কাণ্ড প্রথম নয়। এর আগেও তিনি জ্যোতিষীর কাছে গিয়েছেন। এবং জ্যোতিষীর পরামর্শ এক বছর ধরে মেনে ছিলেন। স্বামীর আইনজীবী আদালতে বলেছেন যে, এআই-র এই যুক্তি প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.