Ahmedabad Plane Crash updates: 'সময় স্তব্ধ, হৃদয় ছিঁড়েখুঁড়ে যাচ্ছে', আমদাবাদ বিমান দুর্ঘটনায় বিমর্ষ বিশ্ব...

  কারও কাছে 'হৃদয়বিদারক', তো কেউ আবার 'বিধ্বস্ত'। আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মতো বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা। ভারতে পাশের থাকার বার্তা দিয়েছে চিন, জার্মানি, রাশিয়ার মতো একাধিক দেশও।

তনুময় ঘোষাল | Updated By: Jun 12, 2025, 09:28 PM IST
Ahmedabad Plane Crash updates: 'সময় স্তব্ধ, হৃদয় ছিঁড়েখুঁড়ে যাচ্ছে', আমদাবাদ বিমান দুর্ঘটনায় বিমর্ষ বিশ্ব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  কারও কাছে 'হৃদয়বিদারক', তো কেউ আবার 'বিধ্বস্ত'। আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মতো বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা। ভারতে পাশের থাকার বার্তা দিয়েছে চিন, জার্মানি, রাশিয়ার মতো একাধিক দেশও।

আরও পড়ুন:   World top 5 deadliest plane crashes: WATCH| ৫৮৩ জনের মৃত্যু! বিশ্বের ইতিহাসে ভয়ংকরতম বিমান দুর্ঘটনা, আর ভারতে...

এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানের যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন ইংল্যান্ডের নাগরিক। ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার বলেন, 'পরিস্থিতি সম্পর্কে খবর পাচ্ছি। এই গভীর দুঃসময়ে যাত্রী ও তাঁদের পরিবার সমবেদনা রইল'।

আমদাবাদে বিমান দুর্ঘটনায় রাষ্ট্রপতি দৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে 'গভীর সমবেদনা' জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বলেছেন. 'দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহানভূতি ও সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি'। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। সঙ্গে বার্তা, 'এই দুঃখের সময়ে ভারতের সময়ে পাশে আছে ইউরোপ'।

এক্স হ্যান্ডেল পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট  ভ্লাদিমির জেলেনস্কি লিখেছেন, 'ভারতের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার খবরটি ভয়াবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের মানুষকে গভীর সমবেদন জানাই। ভারত,  ইংল্যান্ড, পর্তুগাল ও কানাডায় নিহতদের পরিবারকে সমবেদনা জানাই'। 

ঘড়িতে তখন  ১ টা বেজে ১৭ মিনিট। আজ, বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমান। ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনে যাচ্ছিল বিমানটি। সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল, বিমানের কোনও যাত্রীই আর বেঁচে নেই।  ওই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। তাঁরও মৃত্যু হয়েছে। কিন্তু পরে অবিশ্বাস্যভাবে বেঁচে যান একজন।

আরও পড়ুন:  May Day Call in flight: কেন-কখন হাড়হিম করা May Day কল পাইলটের! কী এর মানে? লুকিয়ে ১০২ বছর আগের ভয়ংকর দুর্যোগের ইতিহাস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.