নিজস্ব প্রতিবেদন: শৌচালয়ের জন্যও একটি দিবস! মন্দ কী? শৌচালয় তো পরিচ্ছন্নতা মেনে চলার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এখানেই লুকিয়ে এই দিনটির সার্থকতা। আসলে আজও সারা ভারতে অসংখ্য মানুষ শৌচালয় ছাড়াই দৈনন্দিন জীবন যাপন করেন। তাঁদের দারিদ্র্য যেমন এর একটা কারণ, তেমনই সচেতনতার অভাবও আর একটা কারণ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শৌচের পরিচ্ছন্নতা সম্বন্ধে সব ধরনের মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এমন একটা দিনের উদযাপন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সংসদ ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব শৌচালয় দিবস হিসেবে পালন করার কথা ভাবে। ওয়ার্ল্ড স্যানিটাইজেশন ডে আগে পালিত হত। ২০০১ সালে এই দিনটির নাম বদলে ওয়ার্ল্ড টয়লেট ডে রাখা হয়। তবে ২০১০ সাল থেকেই দিনটি নিয়ে আলোচনা বেশি হয়ে আসছে। কারণ, এই সময়েই 'রাইট টু স্যানিটাইজেশন' নিয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন করে সচেতনতা-পর্ব শুরু হয়।


সারা পৃথিবীতে ১২২টি দেশ এই দিনটি যথেষ্ট গুরুত্ব দিয়ে পালন করে। এ বছর এ দিনটির থিম-- 'ভ্যালুয়িং টয়লেটস'। 


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: International Men's Day: কেন আবেগ প্রকাশ করলেই সমালোচিত হবেন পুরুষ?