এইডস আক্রান্ত দম্পতিকে মারধর, অভিযুক্তের শাস্তির দাবি অন্য আক্রান্তদের

Updated By: Sep 9, 2014, 09:44 AM IST
এইডস আক্রান্ত দম্পতিকে মারধর, অভিযুক্তের শাস্তির দাবি অন্য আক্রান্তদের

এইডস আক্রান্ত দম্পতিকে মারধরে অভিযুক্তের শাস্তির দাবি তুলল এইডস আক্রান্তরাই। ঘোলার আক্রান্ত ওই দুই দম্পতিকে নিয়ে সোমবার জেলাশাসক ও পুলিস কমিশনারের সঙ্গে দেখা করে এইডস রোগীদের একটি সংগঠন।

এইডস ধরা পড়ায় শিশুকন্যা সহ ওই দম্পতিকে আত্মীয়েরাই মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা বাড়ি ফিরলেও মারধরে মূল অভিযুক্ত এখনও অধরা।এইডসে আক্রান্ত দম্পতি । পাশে দাঁড়ানোর বদলে উল্টে তাদের মারধর করে বাড়িছাড়া করেছেন আত্মীয়েরাই। শিশুকন্যাকে সঙ্গে নিয়ে অসহায় ওই দম্পতির  খোলা আকাশের নিচে দিন কাটানোর ছবি উঠে এসেছিল চব্বিশ ঘণ্টায়। এরপর প্রশাসনের আশ্বাস পেয়ে তাঁরা বাড়ি ফিরেছেন। কিন্তু ওই ঘটনায় মূল অভিযুক্ত এখনও অধরা। ঘোলা থানায় জানিয়েও কোনও ফল হয়নি। এবারে তাই ওই দম্পতি জেলা প্রশাসনের কর্তাদের দ্বারস্থ হয়েছেন।

সোমবার উত্তর চব্বিশপরগনার জেলা শাসকের সঙ্গে দেখা করেন আক্রান্ত ওই দম্পতি। তাদের জেলাশাসকের কাছে নিয়ে যায় ওই জেলার এইডস আক্রান্তদের একটি সংগঠন। জেলাশাসক গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন। পরিবারটিকে ব্যারাকপুরের পুলিস কমিশনারের সঙ্গে দেখা করতে পাঠান তিনি।

 

.