'না, যেতে নাহি দিব আজ', ছাত্রদের ভালবাসায় আটকা পড়লেন মাস্টার মশাই
পড়ুয়াদের ভালবাসায় স্কুল ছাড়া হল না প্রধান শিক্ষকের। বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠ। স্কুলের জন্ম চুয়াত্তর সালে। দুহাজার সাত সালে স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসেন বারাসতের বাসিন্দা পার্থপ্রতীম বেরা। স্কুলের তখন জরাজীর্ণ অবস্থা। সেই স্কুলকেই নিজের মতো করে সাজিয়ে তুললেন পার্থ বাবু। বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই। এরমধ্যে হঠাত্ই স্কুল ছাড়ার সিদ্ধান্ত নেন পার্থ বাবু। ছাত্ররা তা মানবে কেন? পড়ুয়াদের চোখের জল, অভিভাবকদের অনুরোধে আটকে গেল প্রধান শিক্ষকের স্কুল পরিবর্তন। ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠ ছেড়ে কোথাও যাচ্ছেন না পার্থপ্রতীম বেরা।
ওয়েব ডেস্ক: পড়ুয়াদের ভালবাসায় স্কুল ছাড়া হল না প্রধান শিক্ষকের। বসিরহাটের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠ। স্কুলের জন্ম চুয়াত্তর সালে। দুহাজার সাত সালে স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসেন বারাসতের বাসিন্দা পার্থপ্রতীম বেরা। স্কুলের তখন জরাজীর্ণ অবস্থা। সেই স্কুলকেই নিজের মতো করে সাজিয়ে তুললেন পার্থ বাবু। বর্তমানে স্কুলের ছাত্র সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই। এরমধ্যে হঠাত্ই স্কুল ছাড়ার সিদ্ধান্ত নেন পার্থ বাবু। ছাত্ররা তা মানবে কেন? পড়ুয়াদের চোখের জল, অভিভাবকদের অনুরোধে আটকে গেল প্রধান শিক্ষকের স্কুল পরিবর্তন। ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠ ছেড়ে কোথাও যাচ্ছেন না পার্থপ্রতীম বেরা।