প্রচারে বেরিয়ে আক্রান্ত কাঁথির সিপিআইএম প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন কাঁথির সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। ভগবানপুরে আজ সকালে তাঁর ওপর হামলা হয়। স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধানকে লাঠি , বাঁশ নিয়ে হামলায় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। অভিযোগ হামলা চলে পুলিসের সামনেই । হামলার লক্ষ্যে এবার সরাসরি প্রার্থীই। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের হামলার মুখে পড়লেন কাঁথির সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। লাঠি বাঁশ নিয়ে তার প্রচার গাড়ি ঘিরে ধরে তৃণমূল কর্মীরা। পুলিসের সামনেই স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধানের নেতৃত্বে চলে হামলা। মারধর করা হয় তাপস সিনহাকে। ভাঙচুর করা হয় গাড়ি। আক্রান্ত হন প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান , দলের নেতা নির্মল জানা সহ সিপিআইএম নেতা ও কর্মীরা।

Updated By: May 9, 2014, 06:51 PM IST

প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন কাঁথির সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। ভগবানপুরে আজ সকালে তাঁর ওপর হামলা হয়। স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধানকে লাঠি , বাঁশ নিয়ে হামলায় নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। অভিযোগ হামলা চলে পুলিসের সামনেই । হামলার লক্ষ্যে এবার সরাসরি প্রার্থীই। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের হামলার মুখে পড়লেন কাঁথির সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। লাঠি বাঁশ নিয়ে তার প্রচার গাড়ি ঘিরে ধরে তৃণমূল কর্মীরা। পুলিসের সামনেই স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধানের নেতৃত্বে চলে হামলা। মারধর করা হয় তাপস সিনহাকে। ভাঙচুর করা হয় গাড়ি। আক্রান্ত হন প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান , দলের নেতা নির্মল জানা সহ সিপিআইএম নেতা ও কর্মীরা।

ছবিতে তাঁকে দেখা গেলেও হামলায় জড়িত থাকার খবর অস্বীকার করেছেন নান্টু প্রধান। ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় বামেরা।

.