কলকাতা থেকে দিঘা যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট, কপ্টার সার্ভিসে প্রথম যাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দিঘার মুকুটে নতুন পালক। আজ থেকে শুরু দিঘা-কলকাতা কপ্টার সার্ভিস। প্রথম যাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটায় তাঁকে দিয়েই সূচনা হচ্ছে নতুন পরিষেবার। মাত্র ৪৫ মিনিটে দিঘা থেকে কলকাতা পৌছনো যাবে। ভাড়া দুহাজার টাকার আশপাশে।

Updated By: Dec 23, 2015, 10:33 AM IST
কলকাতা থেকে দিঘা যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট, কপ্টার সার্ভিসে প্রথম যাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি

ওয়েব ডেস্ক: দিঘার মুকুটে নতুন পালক। আজ থেকে শুরু দিঘা-কলকাতা কপ্টার সার্ভিস। প্রথম যাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটায় তাঁকে দিয়েই সূচনা হচ্ছে নতুন পরিষেবার। মাত্র ৪৫ মিনিটে দিঘা থেকে কলকাতা পৌছনো যাবে। ভাড়া দুহাজার টাকার আশপাশে।

মুখ্যমন্ত্রীর স্বপ্ন দিঘা হবে মেরিন ড্রাইভ। তৈরি হচ্ছে নতুন বিচ। দিঘা জুড়ে বাড়ানো হচ্ছে সিসিটিভির নজরদারি। প্রতিটি হোটেলে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক হচ্ছে। গোটা দিঘা বিচকে ওয়াই ফাই জোন করার চেষ্টা চলছে। পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক কাজে খুব একটা সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি শুভেন্দুকে মন্ত্রিসভায় আনার বার্তা দিয়ে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা। তবে এবারের ভোটে মুখ্যমন্ত্রী যে  উন্নয়নকেই প্রচারের অন্যতম হাতিয়ার করতে চান, আলাপচারিতা আর নির্দেশে তা স্পষ্ট।

 

.