`ঘরে` ফিরল গজরাজ
১২ ঘণ্টা পরে শুরু হয় চিকিত্সা। স্যালাইন থেকে ইঞ্জেকশন। অসুস্থ রোগীর শরীরে সবকিছুই প্রয়োগ করলেন চিকিত্সকরা। ফলও মিলল হাতেনাতে। কিছুটা সুস্থ হয়ে, ফের জঙ্গলে ফিরে গেল গজরাজ।
ব্যুরো: ১২ ঘণ্টা পরে শুরু হয় চিকিত্সা। স্যালাইন থেকে ইঞ্জেকশন। অসুস্থ রোগীর শরীরে সবকিছুই প্রয়োগ করলেন চিকিত্সকরা। ফলও মিলল হাতেনাতে। কিছুটা সুস্থ হয়ে, ফের জঙ্গলে ফিরে গেল গজরাজ।
খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল পূর্ণবয়স্ক একটি দাঁতাল। ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে, বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের কানাই গ্রামে। বুধবার রাতে শুকনো পুকুরে অসুস্থ হয়ে পড়ে যায় হাতিটি। বিষয়টি জানাজানি হতেই বনদফতরে খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান বনকর্তারা। কিন্তু কোনও চিকিত্সকদল না আসায় ক্ষোভ চরমে ওঠে।
প্রায় বারো ঘণ্টা পরে পৌঁছয় চিকিত্সক দল। শুরু হয় চিকিত্সা। জানা গেছে দাঁতালের বাঁ পায়ে একটি পুরনো ক্ষত ছিল। তার থেকে ছড়ানো সংক্রমণের জেরেই অসুস্থ হয়ে পড়ে গজরাজ। পেটেরও কিছু সমস্যা ছিল। তবে ডাক্তারদের তত্পরতায় আপাতত সে সুস্থ।