close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বোরখার আড়ালে ওরা কারা?

মাথার ওপর গনগনে রোদ। ভর দুপুরে বুথে ঢুকলেন তিন মহিলা। পরনে বোরখা। হাতে ভোটার স্লিপ। এত পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, তারপর?

Updated: Apr 25, 2016, 03:47 PM IST
বোরখার আড়ালে ওরা কারা?

ওয়েব ডেস্ক : মাথার ওপর গনগনে রোদ। ভর দুপুরে বুথে ঢুকলেন তিন মহিলা। পরনে বোরখা। হাতে ভোটার স্লিপ। এত পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, তারপর?

সন্দেহ হওয়াতেই প্রশ্ন করে আমাদের প্রতিনিধি। ভোটার আইডি কার্ড আছে? কোনও উত্তর নেই দুজনের মুখে। একজন বললেন,  বাড়িতে ফেলে এসেছেন। দাবি করলেন, হাতে থাকা শুধু ভোটার স্লিপ দিয়েই ভোট দেওয়া যায়। কথায় কথায় তর্ক লেগে যায়। আরও চাপাচাপি করতেই ঝোলা থেকে বাইরে বেরিয়ে পড়ে বেড়াল। জেরার মুখে সাফ জানান, তাঁদের ভোটার কার্ড নেই। “এমনি এসেছিলাম” বলে রণে ভঙ্গ দেয় ‘বোরখা’ ভোটার তিনজন। ঘটনাটি সাঁকরাইলের ধূলাগড় এলাকার।