ওয়েব ডেস্ক: ফের বিনোদন পার্কে মৃত্যু। রোপওয়ে সারাতে উঠে মৃত্যু হল এক কর্মীর। ১০০ ফুট ওপরে দীর্ঘক্ষণ ঝুলে রইলেন তিনি। দমকল দেরিতে পৌছনোর অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রোপওয়ে সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পুরপ্রধানের। উত্তর ২৪ পরগনার অশোকনগরের পুরপার্কের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। দিঘার অমরাবতী পার্কে রোপওয়ের মোটরের বেল্ট ছিঁড়ে গিয়ে বিপত্তি ঘটে। প্রায় ৩ ঘণ্টা রোপওয়েতে আটকে থাকেন পর্যটকরা। ভয়ে অসুস্থ হয়ে পড়েন দুই পর্যটক। রোমাঞ্চের দোলায় দুলতে গিয়ে তেইশেই শেষ। হাওড়ার বেলিলিয়াস পার্কে বেড়াতে গিয়েছিলেন বছর তেইশের নেহা সিং। দুরন্ত গতিতে ঘোরার সময় হ্যাং গ্লাইডার ভেঙে মৃত্যু হয় নেহার। আহত হন তাঁর দিদি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রতিবাদ করলেই বেরোচ্ছে পিস্তল, কেন এই অসহিষ্ণুতা?


এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর। রোপওয়ে সারাতে উঠে মৃত্যু হল এক কর্মীর। অশোকনগর পুরসভার অধীন ওই পার্কের রোপওয়ে বেশ কিছুদিন বন্ধ রয়েছে। রবিবার রোপওয়ে সারানোর কাজে ওপরে ওঠেন সংস্থার তিনজন কর্মী। সেই সময় তার ছিঁড়ে কপিকলে জড়িয়ে যান শিবু সাউ নামে একজন কর্মী। ১০০ ফুট ওপরে ঝুলছিলেন তিনি। খবর যায় অশোকনগর থানা ও দমকলে। ঘটনাস্থলে পুলিস ও দমকল পৌছতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।দেরিতে পৌছনোর অভিযোগ ওঠে দমকলের বিরুদ্ধে।গাফিলতির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অশোকনগরের পুরপ্রধান।দমকলের কাছে ৩০ ফুটের বেশি মই ছিল না। ফলে দীর্ঘ সময় ধরে অন্য কৌশলে শিবু সাউকে নামিয়ে আনেন দমকলকর্মীরা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবুকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকেরা।


আরও পড়ুন  পুরভোটকে মাথায় রেখে পাহাড়ে দরাজহস্ত মুখ্যমন্ত্রী