টেট নিয়ে কাটছে না জটিলতা, ৪ অক্টোবর সত্যিই কি সম্ভব পরীক্ষা? উঠছে প্রশ্ন

টেটের দিনক্ষণ নিয়ে জটিলতা যেন কেটেও কাটছে না। প্রশ্ন ফাঁসের জেরে রবিবারের নির্ধারিত টেট চৌঠা অক্টোবর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু একইদিনে আধা সামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষা রয়েছে। আবার আগের দিনই রাজ্যের একাংশে পুরভোট। কাজেই প্রশ্ন, টেট কি আদৌ হবে সেদিন?

Updated By: Aug 28, 2015, 07:36 PM IST
টেট নিয়ে কাটছে না জটিলতা, ৪ অক্টোবর সত্যিই কি সম্ভব পরীক্ষা? উঠছে প্রশ্ন

ব্যুরো: টেটের দিনক্ষণ নিয়ে জটিলতা যেন কেটেও কাটছে না। প্রশ্ন ফাঁসের জেরে রবিবারের নির্ধারিত টেট চৌঠা অক্টোবর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু একইদিনে আধা সামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষা রয়েছে। আবার আগের দিনই রাজ্যের একাংশে পুরভোট। কাজেই প্রশ্ন, টেট কি আদৌ হবে সেদিন?

মাঝপথেই  প্রশ্নপত্র লোপাট। এবং ফের বাতিল টেট। আরও একবার দুর্ভোগের শিকার লক্ষ লক্ষ পরীক্ষার্থী। মান বাঁচাতে শিক্ষামন্ত্রীর ঘোষণা

কিন্তু চৌঠা অক্টোবরেও কি টেট আদৌ হবে? উঠছে প্রশ্ন।

টেট অনিশ্চিত। আগামী তেসরা অক্টোবর বিধাননগর,রাজারহাট ও আসানসোলে পুরভোট।

এলাকার বিভিন্ন স্কুল, কলেজেই হবে ভোটগ্রহণ। ভোটে নিযুক্ত নিরাপত্তারক্ষী বাহিনীর থাকার ব্যবস্থাও হয় ওইসব স্কুল-কলেজেই

রাতারাতি সবরকম ব্যবস্থা করে সেইসব স্কুল-কলেজেই ৪ঠা অক্টোবর  টেট পরীক্ষা নেওয়া কি আদৌ সম্ভব?

এখানেই শেষ নয়। সংশয় থাকছেই। ৪ অক্টোবরেই আধাসামরিক বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা রয়েছে

BSF, CRPF, CISF, NIA, ITBP ও SSF-এর মতো বাহিনীতে ৬২,৩৯০ জন কনস্টেবল নিয়োগের  পরীক্ষা হবে। 

জানুয়ারিতেই এই পরীক্ষার দিন নির্ধারিত হয়। যারা টেট  পরীক্ষায় বসছেন, তাঁদের অনেকেই কনস্টেবল নিয়োগের পরীক্ষাতেও বসতে পারেন

সেক্ষেত্রে একইদিনে টেট পরীক্ষা হলে অসুবিধায় পড়বেন অনেকে। এই জোড়া অনিশ্চয়তার ফাঁদেই চৌঠা অক্টোবর টেট পরীক্ষাও আপাতত প্রশ্নের মুখে।

.