Bubly: শাকিবের উপর প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলি? ভাইরাল অপু-মুন্নীর ফোনালাপ...

Munni-Apu Viral Audio Clip: অডিও রেকর্ডটিতে পোস্ট দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘রাতে ভিডিওকলে বুবলিকে তাপসের অফিসে দেখি।আমার মাথা তো ঠিক নেই, তাছাড়া বুবলি প্রতিদিন তাপসের অফিসে এসে বসে থাকেন রাত-বিরাতে। তাই রাগে স্ট্যাটাসটি দিয়েছিলাম। বুবলীকে আমি জিজ্ঞেস করি, তোমার কি লজ্জা লাগে না। তুমি জানো না আমি আর তাপস ম্যারিড। তুমি এখানে এসে বসে থাক। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করছো, তোমার খারাপ লাগে না। তখন বুবলী একটা হাসি দেয়। ওর হাসি দেখে ফেসবুকে লিখে ফেলেছি।

Updated By: Nov 12, 2023, 02:46 PM IST
Bubly: শাকিবের উপর প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলি? ভাইরাল অপু-মুন্নীর ফোনালাপ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৪ নভেম্বর শনিবার সকালে গান বাংলা টেলিভিশন চেয়ারপারসন ফারজানা মুন্নীর(Farzana Munni) একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যেখানে লেখা ছিল, গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের(Kaushik Hossain Taposh) সঙ্গে তাঁর সংসার ভাঙতে চলেছে। আর ভাঙার পেছনে অনুঘটক হিসেবে কাজ করছেন আরেক অভিনেত্রী শবনম বুবলী(Shabnam Bubly)। সকাল থেকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।

আরও পড়ুন- Tiger 3: সলমানের কথা রাখল না ফ্যানেরা, অনলাইনে ফাঁস শাহরুখের ক্যামিও সহ টাইগার থ্রি স্পয়লার...

এদিকে দুপুরের পর মুন্নীর আইডি থেকে আরো একটি স্টেটাস দেওয়া হয়। যেখানে মুন্নী জানান, তাঁর আইডিটি কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেটি ফেরত পেয়েছেন তিনি। পরে অবশ্য পরদিনই তাপসের প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস এর নতুন ছবি ‘খেলা হবে’ নায়িকা হিসেবে বুবলির ফাস্ট লুক প্রকাশ করা হয়। অনেকেই মনে করেছিলেন, ছবিটির প্রচারণার কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা। কিন্তু এই ঘটনার এক সপ্তাহ পার হতে না হতেই গতকাল শুক্রবার রাতে নতুন করে আলোচনায় আসে এই ঘটনা। তাপস বুবলির প্রেম নিয়ে মুন্নীর কথোপকথনের ১৩ মিনিটের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যার অপরপ্রান্তে ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস(Apu Biswas)।

ফাঁস হওয়া অডিও রেকর্ডে মুন্নীকে সেই দিনের ঘটনার বর্ণনা দিতে শোনা যায়। রেকর্ডটিতে সেই স্টেটাসের সূত্র ধরে মুন্নীকে বলতে শোনা যায়, ‘রাত সাড়ে ৩টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একটা স্টেটাস আমার ওয়ালে থাকল। আমার আর কিছু হ্যাক হলো না, একটা স্ট্যাটাস হ্যাক হলো? এটা হ্যাকার করছে? কী বলবো বলো অপু, আমি তো তাপসের সংসার করি। যখন তাপসের সঙ্গে পরিবার সবাই মিলে বসি তখন সবার অনুরোধে মেয়েদের পরামর্শে আইডি হ্যাক হওয়ার স্টেটাস দেই।’

ওই অডিও রেকর্ডটিতে পোস্ট দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘রাতে ভিডিওকলে বুবলিকে তাপসের অফিসে দেখি।আমার মাথা তো ঠিক নেই, তাছাড়া বুবলি প্রতিদিন তাপসের অফিসে এসে বসে থাকেন রাত-বিরাতে। তাই রাগে স্ট্যাটাসটি দিয়েছিলাম। বুবলীকে আমি জিজ্ঞেস করি, তোমার কি লজ্জা লাগে না। তুমি জানো না আমি আর তাপস ম্যারিড। তুমি এখানে এসে বসে থাক। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করছো, তোমার খারাপ লাগে না। তখন বুবলী একটা হাসি দেয়। ওর হাসি দেখে ফেসবুকে লিখে ফেলেছি। আমাকে এতো মানুষ রেসপেক্ট করে, আমার তিনটা মেয়ে আছে। আমাকে এসব মানায় না। কিন্তু আমি ওর হাসি দেখে ফেসবুকে লিখে ফেলেছি।’

আরও পড়ুন- JEET: ‘আমি শুধু আমার মেয়ের কাছে হিরো হয়ে থাকতে চাই!’, জিৎ

মুন্নীর দাবি, বুবলি এগুলো করছেন শাকিবের প্রতি প্রতিশোধ নিতে। শাকিব যখন অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ শুরু করে তখন থেকে তাপসের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বলে কল রেকর্ডটিতে তিনি দাবি করেছেন।তিনি আরও বলেন, ‘এই মেয়েটা( বুবলী) ছেলেদের এতো ম্যানুপুলেট করতে পারে তোমার ধারণা নেই। এই মেয়েটা ডেঞ্জারাস সে শাকিবকে ধ্বংস করবেই। আজ না হোক ১০ বছর পর হলেও সে এটা করবেই’। বুবলি তাপসের কথায় উঠে বসে বলেও জানান তিনি। তাপস যা বলে তাই করে বুবলী। সব পরামর্শ তাপসের কাছ থেকে নেয়। মুন্নীকে গানবাংলার স্টাফরা অনেক কিছু জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই জানে, সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলে বলে বুবলী গান বাংলায় কখন আসে আর কখন যায়।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.