করোনার Vietnam Variants হাওয়ায় দ্রুত ছড়ায়!

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এই নতুন ভ্যারিয়্যান্টকে 'মারাত্মক বিপজ্জনক' বলে দাবি করেছেন।

Updated By: May 30, 2021, 02:30 PM IST
করোনার Vietnam Variants হাওয়ায় দ্রুত ছড়ায়!

নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্ব করোনা-বিপর্যস্ত। এর মধ্যেই করোনার এক নতুন স্ট্রেন নতুন করে ভয় ধরাতে শুরু করেছে। 

ভিয়েতনামে করোনাভাইরাসের একটি নতুন ধরনের (Vietnam Variants) খোঁজ মিলেছে। ভিয়েতনামের দাবি, এই ভ্যারিয়্যান্ট ভারতীয় ও ব্রিটেন ভ্যারিয়্যান্টের এক সংমিশ্রণ (combination of the Indian and UK Covid-19 variants)। 

আরও পড়ুন: করোনায় 'জীবন যেরকম' ইনস্টলেশনেই বন্ধনমুক্তি খুঁজছেন শিল্পী

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সব চেয়ে আশঙ্কার, এই new coronavirus variant বাতাসে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী Nguyen Thanh Long এই নতুন ভ্যারিয়্যান্টকে 'মারাত্মক বিপজ্জনক' বলে দাবি করেছেন। 

গত বছর অক্টোবর মাসে ভারতে যে Covid-19 স্ট্রেন পাওয়া গিয়েছিল, সেটি ব্রিটেনে পাওয়া কোভিড ভ্যারিয়্যান্টের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেই দাবি করেছিলেন বিশেষজ্ঞেরা। তবে এখনও পর্যন্ত কোভিডের নতুন কোনও স্ট্রেনের জেরে সংক্রমিতের শরীরে তেমন গুরুতর সমস্যা কিছু দেখা যায়নি। তবে এরই মধ্যে নতুন ভ্যারিয়্যান্টের তালিকায় সংযোজন ভিয়েতনামের ভ্যারিয়্যান্ট। 

ইদানীং ভিয়েতনামে কোভিড-১৯ সংক্রমণ মারাত্মক বেড়েছে। এখনও পর্যন্ত ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৫৬ জন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগী শনাক্ত হয়েছেন চলতি বছরের এপ্রিলের পরে।

আরও পড়ুন: ল্যাবে তৈরি হয়েছে Corona Virus, মিলেছে Fingerprint, দাবি দুই বিজ্ঞানীর

.