Health Scam: 'হাসপাতালে দালালরাজ, স্বাস্থ্যমন্ত্রীও জেলে যেতে পারে'

'রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিটি মেডিক্যাল কলেজে দালাল রাজ। তৃণমূলের নেতাদের মধ্যেও দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আগামীদিনে স্বাস্থ্যমন্ত্রী জেলে যেতে পারে এই এতো দুর্নীতির কারণে। এই কারণে আমি সব অভিযোগ ও তথ্য জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছি।'

Updated By: Oct 30, 2023, 04:36 PM IST
Health Scam: 'হাসপাতালে দালালরাজ, স্বাস্থ্যমন্ত্রীও জেলে যেতে পারে'
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অনিয়মের অভিযোগ। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, প্রতিটি হাসপাতালে চলছে দালালরাজ। দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে সরকারি হাসপাতালগুলি। এই মর্মে অভিযোগ তুলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন, Leaps And Bounds | Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রীর বাড়িতে ৪ জনের মিটিং', লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্কে মমতাকে জড়িয়ে বিস্ফোরক শুভেন্দু!

সুকান্ত বলেন, 'রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিটি মেডিক্যাল কলেজে দালাল রাজ। তৃণমূলের নেতাদের মধ্যেও দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আরজিকর মেডিক্যাল কলেজের সুপারের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার অভিযোগ তবু তাঁকে সেখানে রাখা হয়েছে। এছাড়া একাধিক মেডিক্যাল কলেজ অভিভাবকহীন হয়ে রয়েছে। আগামীদিনে স্বাস্থ্যমন্ত্রী জেলে যেতে পারে এই এতো দুর্নীতির কারণে। এই কারণে আমি সব অভিযোগ ও তথ্য জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছি। যাতে স্বাস্থ্য ব্যবস্থা আবার শেষ হয়ে না যায় উনি যাতে বিষয়টি দেখেন।'

শুধু স্বাস্থ্য নয়, এদিন বিজেপি নেতার অভিযোগ, 'আবার কয়লা পাচার এর রমরমা বাড়ছে। আসানসোলে চলছে। রাজ্য সরকারের অনুপ্রেরণায় প্রশাসনিক একাধিক মাথাদের মদতে চলছে এই পাচার কাজ। আগামীদিনে তৃণমূলের ক্যাবিনেট মিটিং হয়তো হবে জেলে। সেটা তিহার নাকি প্রেসিডেন্সি সেটাই দেখার। পুরনিয়োগ দুর্নীতিতে আরও মন্ত্রী যুক্ত যারা বড়ো বড় পুজো করে নিজের শ্যালক পরিবারের লোকদের চাকরি দিয়েছে।' 

বাংলার দুর্নীতি নিয়ে কেন্দ্রের কাছে কি অভিযোগ জানাবেন তিনি? সুকান্তর কটাক্ষ, 'আগামীদিনে বাংলার সরকার কোথা থেকে চলবে সেটা প্রশ্নের। এইভাবে যদি প্রশাসনিক কোনও সংকট দেখা দেই তাহলে কেন্দ্র নিশ্চয়ই পদক্ষেপ নেবে। আমরা অবশ্যই জানাবো সব তথ্য।' জ্যোতিপ্রিয় মল্লিক -এর লটারি যোগ নিয়েই খোঁচা দিতে ছাড়েননি তিনি। সুকান্ত বলেন, 'বাংলা এখন কামিনী কাঞ্চনে মত্ত। এই নিয়েই চলছে। বাংলার তৃণমূলের নেতা মন্ত্রীরা এগুলোই করছে মানুষকে ঠকিয়ে মানুষের টাকায়।'

আরও পড়ুন, Ration Distribution Scam | Jyotipriya Mallick: সার্ভাইকাল স্পাইনে সামান্য সমস্যা, তবে স্থিতিশীল জ্যোতিপ্রিয়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.