DA Protest: ৬ মে মুখ্যমন্ত্রীর পাড়ায় মহামিছিল, পুলিস অনুমতি না দিলে আদালতে যাওয়ার ভাবনা যৌথ মঞ্চের

৬ মে বেলা ১২টায় হাজরা মোড়ে জমায়েত। সেখান থেকে মিছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাড়া ঘুরে ফের বেলা আড়াইটেয় শেষ হওয়ার কথা হাজরা মোড়েই। স্পর্শকাতর এবং হাই সিকিউরিটি জোন হওয়ায় এখনও পর্যন্ত মেলেনি পুলিসের অনুমতি। যৌথ মঞ্চের দাবি, মিছিলে পা মেলাবেন প্রায় চল্লিশ হাজারের বেশি আন্দলনকারী।

Updated By: May 1, 2023, 03:09 PM IST
DA Protest: ৬ মে মুখ্যমন্ত্রীর পাড়ায় মহামিছিল, পুলিস অনুমতি না দিলে আদালতে যাওয়ার ভাবনা যৌথ মঞ্চের
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘভাতার দাবিতে শহীদ মিনার ধর্না মঞ্চে অবস্থানের শততম দিনে আগামি ৬ মে মুখ্যমন্ত্রীর পাড়ায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। পুলিসের অনুমতির জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা। অন্যথায় ফের আদালতে যাবে যৌথ মঞ্চ।

৬ মে বেলা ১২টায় হাজরা মোড়ে জমায়েত। সেখান থেকে মিছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাড়া ঘুরে ফের বেলা আড়াইটেয় শেষ হওয়ার কথা হাজরা মোড়েই।

স্পর্শকাতর এবং হাই সিকিউরিটি জোন হওয়ায় এখনও পর্যন্ত মেলেনি পুলিসের অনুমতি। যৌথ মঞ্চের দাবি, মিছিলে পা মেলাবেন প্রায় চল্লিশ হাজারের বেশি আন্দলনকারী।

আরও পড়ুন: LPG Price: ফের কমল LPG সিলিন্ডারের দাম, ১৭১ টাকা কমে কত হল আপনার শহরে দাম?

২ মে পর্যন্ত পুলিসের অনুমতির অপেক্ষা করবে যৌথ মঞ্চ। অন্যথায় ফের আদালতের দ্বারস্থ হবে তারা। জানালেন যৌথ মঞ্চের অন্যতম নেতা পীযূষ কান্তি রায়। তাঁর দাবি, এখানে তিন মাসেরও বেশি সময় ধরে তাঁরা অবস্থান করছেন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই। এমনকি গত ৩০ মার্চ শহীদ মিনারে তারা তিরিশ হাজার মানুষের সমাবেশ করেছেন হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই।

আরও পড়ুন: Sextortion Case: যৌন ব্যবসার মাধ্যমে ৬৭ লক্ষের প্রতারণা, কলকাতা পুলিসের হাতে গ্রেফতার ১ ব্যক্তি

তখনও ঢিল ছোঁড়া দুরত্বে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেবার যেহেতু হাইকোর্ট অনুমতি দিয়েছে, অতএব এবার পুলিস অনুমতি না দিলেও হাইকোর্ট ৬ মে-র মিছিলের আর্জিতে সায় দিতে পারে, সেই সম্ভাবনা বেশি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.