ভিড় সামলাতে এবার পুজোয় চতুর্থী থেকেই বাড়তি ট্রেন, ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

পাশাপাশি সপ্তমী, অষ্টমী, নবমীতে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। 

Updated By: Aug 12, 2019, 02:36 PM IST
ভিড় সামলাতে এবার পুজোয় চতুর্থী থেকেই বাড়তি ট্রেন, ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন: এবার পুজোয় বাড়তি পরিষেবার দেওয়ার সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর সময় চতুর্থী,পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলাচল করবে মেট্রো। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি সপ্তমী, অষ্টমী, নবমীতে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। 

পুজোয় ভিড় সামাল দিতে প্রতিবছরই বাড়তি পরিষেবার ব্যবস্থা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। চালানো হয় অতিরিক্ত রেকও। যদিও এ বছর রেক নিয়ে বিতর্ক রয়েছে। বেশ কিছু রেক বসে যাওয়ার কারণে খানিকটা সমস্যায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। তবে যাত্রী পরিষেবায় সবরকম সমস্যা এড়াতেই উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শহরের রাস্তায় বেলাগাম গতিতে লাগাম টানতে ‘ব্যর্থ’ কলকাতা পুলিস এবার আরও কড়া

পরপর একাধিক দুর্ঘটনার কারণে বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে এসেছে মেট্রোর যাত্রী দুর্ভোগের কথা। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। এবার ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই একাধির বাড়তি পরিষেবা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ। 

Tags:
.