ফের মেট্রো বিভ্রাট, দমদম ডাউন লাইনে বন্ধ পরিষেবা

ফের মেট্রো বিভ্রাট। কবি সুভাষগামী রেক বিকল । দমদম ডাউন লাইনে ট্রেন চলাচল খানিকক্ষণের জন্য বন্ধ। 

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Dec 19, 2019, 12:48 PM IST
ফের মেট্রো বিভ্রাট, দমদম ডাউন লাইনে বন্ধ পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: ফের মেট্রো বিভ্রাট। কবি সুভাষগামী রেক বিকল। বৃহস্পতিবার দমদম স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ডাউন কবি সুভাষগামী মেট্রো রেক হঠাৎই বিকল হয়ে যায়। এদিন বেলা ১২.১৫ নাগাদ ঘটনাটি ঘটে। এর জেরে দমদম ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এখনও পরিষেবা সচল হয়নি। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। বিকল রেকটি সরানোর চেষ্টা চলছে। নামিয়ে দেওয়া হয়েছে সমস্ত যাত্রীদের। ঘটনায় স্বাভাবিক ভাবেই সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। যদিও কী কারণে রেকটি বিকল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানানো হয়েছে আপাতত ডাউন লাইনে কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকবে। 

ঘটনায় ফের বিরক্ত যাত্রীরা। তাঁদের মতে যাতায়াতের সময়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। মেট্রো পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা। 

 

Tags:
.