ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা

এ দিন দমদমগামী একটি মেট্রোর সামনে হঠাৎই ঝাঁপ দেন বছর ৪৯-এর এক ব্যক্তি। 

Updated By: Aug 10, 2019, 03:30 PM IST
ফের মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেও কোনও লাভ হয়নি। ফের মেট্রোয় আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার ঘটনাস্থল রবীন্দ্র সরোবর স্টেশন। শনিবার দুপুর ১২টা ৯ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

এ দিন দমদমগামী একটি মেট্রোর সামনে হঠাৎই ঝাঁপ দেন বছর ৪৯-এর এক ব্যক্তি।  জানা গিয়েছে, ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘ ৪৫ মিনিটের চেষ্টায় উদ্ধার করা হয় ব্যক্তিকে। এরপর তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উল্লেখ্য এখনও ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যদিও এই সময়ে আপ ও ডাউন লাইনে নোয়াপাড়া থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। শেষে দুপুর ১টার পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

আরও পড়ুন: 'দিদিকে বলো'-তে মুখ্যমন্ত্রীকে অর্ধেকের বেশি অভিযোগ তৃণমূলের কোন্দল নিয়েই

Tags:
.