UPPSC recruitment 2021: শুরু হল সরকারি দফতরে শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া, আবেদন করুন এখনই

মোট ১০০টিরও বেশি শূন্যপদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

Updated By: Jun 5, 2021, 01:46 PM IST
UPPSC recruitment 2021: শুরু হল সরকারি দফতরে শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া, আবেদন করুন এখনই

নিজস্ব প্রতিবেদন: সরকারি বিভিন্ন দফতরের শূন্যপদ প্রকাশিত করল উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। মোট ১০০টিরও বেশি শূন্যপদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

প্রার্থীদের  UPPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট- http://uppsc.up.nic.in/-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই। মোট ১৩২টি শূন্যপদের মধ্যে ১০২টি পদ হল উত্তরপ্রদেশ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসিটেন্ট প্রফেসর পদের জন্য।

শূন্যপদের তথ্যঃ

ইকোনমিক এবং স্ট্যাটিসটিকাল অফিসার- ২
লখনউয়ের সরকারি কলেজে লেকচারার- ৪
মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্টেন্ট প্রফেসর-১০২
হর্টিকালচার এবং ফুড প্রসেসিং দফতর- ১৪
স্টেট প্ল্যানিং ইনস্টিটিউট, ডেপুটি ডিরেক্টর- ১
রিসার্চ অ্যাসিস্টেন্ট- ১

কীভাবে আবেদন করবেন?

* UPPSC এর অফিসিয়াল ওয়েবসাইট- uppsc.up.nic.in এ যেতে হবে

* সেখানে, “CLICK HERE TO APPLY FOR VARIOUS POST UNDER, DIRECT RECRUITMENT ADVT.NO. 02/2021-2022” লিঙ্কটিতে যান

* সেখানে আবেদন করুন

* নিজের বিস্তারিত তথ্য দিন

* অ্যাপ্লিকেশন ফি দিন।

.