CV Ananda Bose: জোর ধাক্কা রাজ্যপালের, ২১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

CV Ananda Bose: আদালতের নির্দেশে বলা হয় ৬ উপাচার্য নিয়োগের পরও আরও ১৫ উপাচার্যকে নিয়োগ করতে হবে। সেই নিয়োগ শেষ করতে হবে শুক্রবারের মধ্যে

Updated By: May 14, 2024, 07:17 PM IST
CV Ananda Bose: জোর ধাক্কা রাজ্যপালের, ২১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মোট ২১ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে তাঁকে। এবং সেই নিয়োগ করতে হবে রাজ্যপালের সুপারিশ থেকেই। এনিয়ে শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-শুধু কেজিরওয়ালই নয়, গোটা আপ দলটাকেই এবার আবগারি দুর্নীতির সঙ্গে জড়াচ্ছে ইডি

দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে শুনানি চলছে উপাচার্য নিয়োগ মামলা। রাজ্য সরকারের দাবি রাজ্যের সুপারিশ মেনেই উপাচার্য নিয়োগ করতে হবে। অন্যদিকে, আচার্য যেহেতু রাজ্যপাল তাই সি ভি আনন্দ বোসের যুক্তি তিনিই  উপাচার্য নিয়োগ করবেন। রাজ্যের সব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, আজ শুনানির আগে ২ বার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগেই বলা হয়েছিল কয়েকজন উপাচার্য নিয়োগের ব্যাপারে রাজ্যের সুপারিশ মানতে হবে রাজ্যপালকে। আজ সকাল সাড়ে দশটা নাগাদ মামলা উঠলে রাজ্যপালের আইনজীবী বলেন, মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। গরমের ছুটির পর ওই মামলা ফের আদালতে উঠুক।

রাজ্যপালের আইনজীবী ওই কথার পাল্টা রাজ্যের আইনজীবী বলেন মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির সঙ্গে শিক্ষা ব্যবস্থা জড়িত। তাই দ্রুত কোনও নির্দেশ দেওয়া হোক। রাজ্যপাল নিয়োগ সংক্রান্ত কোনও নিয়ম মানছেন না। ওই কথা শোনার পরই গোটা বিষয়টি ফের একবার জানতে চায় আদালত। তারপরেই এনিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দেন বিচারক।

আদালতের নির্দেশে বলা হয় ৬ উপাচার্য নিয়োগের পরও আরও ১৫ উপাচার্যকে নিয়োগ করতে হবে। সেই নিয়োগ শেষ করতে হবে শুক্রবারের মধ্যে। তার পর শুক্রবার রিপোর্ট দিতে হবে আদালতে। ফলে রাজ্য সরকারের দাবিতেই সিলমোহর দিল আদালত। পাশাপাশি সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন রাজ্যপাল।

উল্লেখ্য মোট ৩২টি বিশ্ববিদ্য়ালয়ের মধ্যে দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে। ইতিমধ্যেই ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। বাকী ১৫ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ এখনও বাকী। শুক্রবার আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.