DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে ৪ শতাংশ; আসলে মাইনে বাড়ল কত, জেনে নিন

DA Hike:জানা যাচ্ছে নতুন হারে ডিএ বা ডিআর লাগু হবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে। গত শুক্রবার কেন্দ্র ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। ওই ঘটনায় লাফিয়ে চাপ বেড়েছে রাজ্য সরকারের উপরে। চাপে পড়ে রাজস্থান সরকার ইতিমধ্যেই তাদের কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছ

Updated By: Mar 28, 2023, 05:10 PM IST
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে ৪ শতাংশ; আসলে মাইনে বাড়ল কত, জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৩৮ শতাংশ থেকে হল ৪২ শতাংশ। এর ফলে কেন্দ্রের ৪৭.৫৮ লাখ কর্মচারী ও ৬৯.৭৬ লাখ পেনশনভোগী উপকৃত হবেন।

আরও পড়ুন-শহিদ মিনারে মিলল অভিষেকের সভার অনুমতি, ডিএ ধরনার কাছে সভায় রয়েছে কিছু কড়া শর্ত 

কিন্তু ৪ শতাংশ ডিএ  বাড়ার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারির মাইনে বাড়ল কত? ধরা যাক একজন মাইনে পেতেন ৪২০০০ টাকা। তাঁর বেসিক পে ২৫,৫০০ টাকা। এক্ষেত্রে তাঁর ডিএ হওয়ার কথা ৯৬৯০ টাকা। এখন ৪ শতাংশ ডিএ বাড়লে তা হবে ১০,৭১০ টাকা। অর্থাত্ তার মাইন আসলে বাড়বে ১০২০ টাকা। 

কীভাবে ডিএ হিসেব করা হয়

চার শতাংশ ডিএ বাড়ার ফলে কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের বেসিক পেনশনের ৪২ শতাংশ পাবেন। যদি কারও বেসিক পেনশন হয় ২৫,২০০ টাকা তাহলে তিনি ৩৮ শতাংশ হলে ডিএ পাবেন ৯,৫৭৬ টাকা। এখন তা বেড়ে ৪২ শতাংশ হলে তাঁর কাছে আসবে ১০,৫৮৪ টাকা।

কবে থেকে নতুন হারে মিলবে

জানা যাচ্ছে নতুন হারে ডিএ বা ডিআর লাগু হবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে। গত শুক্রবার কেন্দ্র ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। ওই ঘটনায় লাফিয়ে চাপ বেড়েছে রাজ্য সরকারের উপরে। চাপে পড়ে রাজস্থান সরকার ইতিমধ্যেই তাদের কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছ। কিন্তু পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীর মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের হারে ডিএ দেওয়ার ক্ষমতা তার নেই। তবে ডিএ আন্দালোনকারীরা তাদের অনশন প্রত্য়াহার করে নিয়েছেন। তবে আন্দোলন থেকে তাঁরা সরে আসছেন না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.