মাত্র ২% ভারতীয় করোনা আক্রান্ত, বাকি ৯৮ শতাংশেরও আশঙ্কা রয়েছে, জানাল কেন্দ্র

স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, গত ১৫ দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমেছে।

Updated By: May 18, 2021, 07:47 PM IST
মাত্র ২% ভারতীয় করোনা আক্রান্ত, বাকি ৯৮ শতাংশেরও আশঙ্কা রয়েছে, জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি খুবই সঙ্গিন। দেশ জুড়ে হাসপাতালের বেডের জন্য বা অক্সিজেনের জন্য বা ডাক্তার-নার্সের জন্য় হাহাকার। করোনা নিয়ে দেশের সমস্ত প্রান্তে সাড়া পড়ে গিয়েছে। কিন্তু তারই মধ্যে কেন্দ্র যা শোনাল তাতে আতঙ্কিত দেশবাসী।

কেন্দ্র মঙ্গলবার জানিয়েছে, India-র মোট জনসংখ্যার ২ শতাংশ সবে কোভিডে (Covid-19) আক্রান্ত। দেশের বাকি ৯৮ শতাংশের এখনও সংক্রমণের আশঙ্কা যায়নি। Health Ministry Joint Secretary Lav Agarwal জানিয়েছেন, করোনার সংক্রমণ যা-ই হোক, তা এখনও নিয়ন্ত্রণেই রাখা গিয়েছে। 

আরও পড়ুন: একসঙ্গেই জন্ম-মৃত্যু! মায়ের কোল শূন্য করে কোভিড কেড়ে নিল যমজ ভাইয়ের প্রাণ

The government জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের জনসংখ্যার ১.৮ শতাংশ আক্রান্ত। বাকি অংশের বিপদ কাটেনি (still susceptible or vulnerable to the infection)। 

পাশাপাশি আশার কথাও শুনিয়েছে সরকার। বলেছে, গত ১৫ দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমেছে। ৩ মে-র তথ্যানুযায়ী, ১৭.১৩ শতাংশ থেকে সেটা নেমে এসেছে ১৩.৩ শতাংশে। শুধু তাই নয়, Maharashtra, UP, Delhi, Bihar, MP এবং Chhattisgarh-য়ে Covid-19 case কমছে।

আরও পড়ুন: আসছে তৃতীয় ঢেউ? কেন্দ্রকে এখনই সিঙ্গাপুরের উড়ান বন্ধের আর্জি কেজরিওয়ালের

.