IPL 2023: ছবিতে দেখুন ক্রোড়পতি লিগের ইতিহাসে সেরা ১০ ব্যাটারের তালিকা

গত ১৫ বছর ধরে একাধিক ব্যাটার বাইশ গজের যুদ্ধে বিপক্ষের ঘুম উড়িয়ে দিয়েছেন। চালিয়েছেন ব্যাট হাতে তাণ্ডব। ছবিতে দেখে নিন ক্রোড়পতি লিগের ইতিহাসে সেরা ১০ রান সংগ্রাহকদের তালিকা।  

| Mar 17, 2023, 15:28 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক দিনের অপেক্ষা। ৩১ মার্চ থেকে শুরু হয়ে যাবে ষষ্ঠদশ আইপিএল। গত ১৫ বছর ধরে একাধিক ব্যাটার বাইশ গজের যুদ্ধে বিপক্ষের ঘুম উড়িয়ে দিয়েছেন। চালিয়েছেন ব্যাট হাতে তাণ্ডব। ছবিতে দেখে নিন ক্রোড়পতি লিগের ইতিহাসে সেরা ১০ রান সংগ্রাহকদের তালিকা।  

1/10

বিরাট কোহলি

Virat Kohli

দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএল-এও কথা বলে তার ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের হয়ে এখনও ২২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। এই তালিকার শীর্ষে থাকা বিরাটের মোট রান ৬৬২৪। গড় ৩৬.২০। স্ট্রাইক রেট ১২৯.১৫। সর্বাধিক স্কোর ১১৩। গতবার থেকেই আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এবার ক্রোড়পতি লিগে নামার আগে আন্তর্জাতিক মঞ্চের তিন ফরম্যাটেই করেছেন শতরান। তাই বেশ চাপমুক্ত হয়ে বাইশ গজে নামবেন 'কিং কোহলি'। 

2/10

শিখর ধওয়ান

Shikhar Dhawan

অতীতে কয়েকটি মরসুম খারাপ গেলেও, আইপিএল-এর মঞ্চে গব্বরও রাজা। সেরা ১০ ব্যাটারদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ২০৬টি ম্যাচে শিখরের সংগ্রহ ৬২৪৪ রান। গড় ৩৫.০৮, স্ট্রাইক রেট ১২৬.৩৫। এখনও পর্যন্ত আইপিএল-এ শিখরের সর্বাধিক রান অপরাজিত ১০৬। দিল্লি ক্যাপিটালস ছেড়ে গত মরসুম থেকেই পঞ্জাব কিংসে রয়েছেন এই বাঁহাতি ওপেনার। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই প্রথমবার ট্রফি জেতার স্বপ্ন দেখছে পঞ্জাব কিংস। 

3/10

ডেভিড ওয়ার্নার

David Warner

সেরা ১০ ব্যাটারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন এই অজি ওপেনার। ব্যাট হাতেও দেখিয়েছেন তাঁর বিক্রম। তবে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় যার কারণে দল ছাড়েন অজি তারকা ওপেনার। এ বার ঋষভ পন্থ অসুস্থ হওয়ার জন্য দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার। ১৬২টি ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৮৮১ রান। সর্বাধিক স্কোর ১২৬। গড় ৪২.০১। স্ট্রাইক রেট ১৪০.৬৯।     

4/10

রোহিত শর্মা

Rohit Sharma

দলকে পাঁচবার ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএল-এ নিজের শো হিট করেছেন 'হিট ম্যান'। আইপিএল-এ এখনও পর্যন্ত ২২৭ ম্যাচে রোহিত ৫৮৭৯ রান করেছেন। রয়েছেন এই তালিকাত চার নম্বরে। সর্বাধিক রান অপরাজিত ১০৯। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ১২৯.৮৯। গত দুই বছর তাঁর মুম্বই ইন্ডিয়ান্স শেষ চারে নিয়ে যেতে পারেনি। তবে ২০২৩ সালে ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  

5/10

সুরেশ রায়না

Suresh Raina

আইপিএল-এ সেরা ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০২১ সাল পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন 'চিন্না থালা'। এহেন রায়নার সংগ্রহ ২০৫ ম্যাচে ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০। গড় ৩২.৫১। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। তবে মাঠে ব্যাট হাতে না নামলেও এবারও তিনি ক্রোড়পতি লিগের সঙ্গে জড়িয়ে থাকবেন। একেবারে অন্য মেজাজে। মাইক হাতে, ধারাভাষ্যের ভূমিকায় তাঁকে দেখা যাবে।    

6/10

এ বি ডিভিলিয়ার্স

Ab De Villiers

আইপিএল-এ বিধ্বংসী ব্যাটারদের মধ্যে অন্যতম এ বি ডিভিলিয়ার্স। আরসিবি-কে একাধিক ম্যাচ জিতিয়েছেন। তবে আইপিএল ২০২১-এর পর অবসর ঘোষণা করেছেন 'মিস্টার 360 ডিগ্রি'। তালিকার ষষ্ঠস্থানে রয়েছেন তিনি। ১৮৪ ম্যাচে আইপিএলে এবিডি-র সংগ্রহ ৫১৬২ রান। সর্বাধিক রান অপরাজিত ১৩৩। গড় ৩৯.৭০। স্ট্রাইক রেট ১৫১.৬৮। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএলে নিজের ক্যারিশমা দেখাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। তবে এবার তাঁকে আরসিবি-তে অন্য ভূমিকায় দেখা যাবে। 

7/10

মহেন্দ্র সিং ধোনি

Mahendra Singh Dhoni

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএল-এর ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। চারবার চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। পেয়েছেন 'ফিনিশার' তকমা। তবে গত দুই মরসুম তাঁর ব্যাট একেবারে শান্ত। এখনও পর্যন্ত আইপিএল-এ ২৩৪ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৯৭৮ রান করেছেন ধোনি। রয়েছেন সপ্তম স্থানে। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। গড় ৩৯.২০। স্ট্রাইক রেট ১৩৫.২০। ২০২১-এ আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করার পর এ বারও ট্রফি এনে দেওয়াই লক্ষ্য 'ক্যাপ্টেন কুল'-এর।   

8/10

ক্রিস গেইল

Chris Gayle

ব্যাট হাতে তাণ্ডব কিংবা বাইশ গজে ঝড় তুলে বিপক্ষকে উড়িয়ে দেওয়া শব্দগুলি ক্রিস গেইলের ক্ষেত্রে একেবারে খেটে যায়। আইপিএল-এর ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যাঋবিয়ান তারকা। আইপিএলে ১৪২ ম্যাচে 'ইউনিভার্স বস'-এর সংগ্রহ ৪৯৬৫ রান। সর্বাধিক স্কোর অপরাজিত ১৭৫। এটাও আইপিএলের ইতিহাসে সর্বাধিক ব্যক্তিগত রান। গেইলের গড় ৩৯.৭২। স্ট্রাইক রেট ১৪৮.৯৬। তবে গতবার তাঁকে আর আইপিএল-এ দেখা যাচ্ছে না। 

9/10

রবিন উথাপ্পা

Robin Uthappa

শুধু আইপিএল নয়, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার গিয়েছে। যদিও দলের প্রয়োজনে ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে তাঁর বড় ভূমিকা ছিল। ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। ২০২১ সালে তাকে দলে নিয়েছে সিএসকে। সেখানে কয়েকটি ম্যাচে ফের নিজেকে প্রমাণ করেছিলেন। তবে এই মরসুম থেকে তাঁকে আর আইপিএল-এ খেলতে দেখা যাবে না। এখনও পর্যন্ত আইপিএল-এ ২০৫ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৯৫২ রান। সর্বাধিক স্কোর ৮৮ রান। গড় ২৭.৫১। স্ট্রাইকরেট ১৩০.৩৫।     

10/10

দীনেশ কার্তিক

Dinesh Karthtik

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আসার পর থেকে নিজেকে বদলে ফেলেছেন ডিকে। একাধিক ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করছেন তিনি। এই তালিকার ১০ নম্বরে থাকা কার্তিক ২২৯ ম্যাচে ৪৩৭৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৭। গড় ২৬.৮৫। স্ট্রাইকরেট ১৩২.৬৫।