Lionel Messi: বড় আপডেট! মেসির সঙ্গে চুক্তির কথা অস্বীকার করল আল হিলাল

কয়েক দিন আগে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। পরে পিএসজি-র অনুশীলনেও ফিরেছেন। এদিকে মেসি আবার সৌদি আরবের পর্যটনদূতের দায়িত্বও পালন করছেন। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 13, 2023, 01:43 PM IST
Lionel Messi: বড় আপডেট! মেসির সঙ্গে চুক্তির কথা অস্বীকার করল আল হিলাল
সৌদি আরবে কি খেলতে যাবেন লিওনেল মেসি? ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি আগামী মরসুমে কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন। সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। এবার এই ইস্যুতে চলে এল আরও বড় আপডেট। পিএসজি-র সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। যদিও সংবাদ সংস্থা এএফপি দাবি করেছিল, আগামী মরসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ক্লাবটির নাম উল্লেখ করেনি এএফপি। যদিও বুঝতে অসুবিধা হয়নি যে আল হিলালের কথাই বলছিল সেই সংবাদ সংস্থা। আর এবার আল হিলালের পক্ষ থেকেও এখন পর্যন্ত মেসির সঙ্গে কোনও চুক্তি হওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

এমনকি সেই খবরকে একেবারে উড়িয়ে দিয়েছেন 'এল এম টেন'-এর (LM 10) বাবা ও তাঁর এজেন্ট জর্জ মেসি (Jorge Messi)। তাঁর দাবি সংবাদমাধ্যম গোটা বিষয় নিয়ে অহেতুক জলঘোলা করছে। এমনকি এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি মেসির সৌদি আরব (Saudi Arabia) যাত্রা নিয়ে যাবতীয় খবর একেবারেই ভালোভাবে নেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo)। ফ্রান্সের পত্রিকা লেকিপ এমনটাই দাবি করেছিল। লেকিপের দাবি, সৌদি আরবের ফুটবলে মেসির নাম লেখানো নিয়ে দ্বিধায় আছেন তাঁর স্ত্রী। 

আরও পড়ুন: Lionel Messi: নির্বাসন কাটিয়ে ফের ৯০ মিনিটের যুদ্ধে নামছেন মেসি

আরও পড়ুন: Lionel Messi: সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তির খবর উড়িয়ে দিলেন মেসির বাবা

জর্জ মেসি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আগামী মরসুমের জন্য লিও এখনও পর্যন্ত কোনও ক্লাবের চুক্তিপত্রে সই করেনি। এবারের মরসুম শেষ হলেই এই ব্যাপারে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব সময়ই নানা রকম গুজব থাকে…কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি, কারও সঙ্গেই কোনও চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া কিংবা কোনও চুক্তিপত্রে সই করা-এমন কিছুই হয়নি। চলতি মরসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।' 

এর মধ্যেও অবশ্য থামছে না মেসির নতুন ক্লাব নিয়ে জল্পনা। যেখানে সম্ভাব্য তিনটি নাম হিসেবে শোনা যাচ্ছে বার্সেলোনা, আল হিলাল এবং ইন্টার মায়ামির কথা। তবে মেসির সৌদি ভ্রমণের পর আল হিলালের নামই সবচেয়ে জোরের সঙ্গে উচ্চারিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনও চুক্তি হয়নি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমকে দাবি করেছে আল হিলাল। 

শুধু লিখিতই নয়, মৌখিকভাবেও দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে কোনও সমঝোতা হয়নি বলে জানিয়েছে সৌদি লিগের সবচেয়ে সফলতম এই ক্লাব। তবে এটাও ঠিক মেসির সঙ্গে আল হিলাল চুক্তিপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আল হিলাল ক্লাবের কর্তারা সেটা স্বীকারও করে নিয়েছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.