EXCLUSIVE, IND vs PAK: অনীহা থাকলেও আহমেদাবাদেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাবরদের মহারণ, হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ

IND vs PAK, ICC ODI World Cup 2023: ভারত বনাম পাক ম্যাচ নিয়ে এর আগেও জটিলতা তৈরি হয়েছে। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়েও অনেক জট পেকেছিল। কিন্তু দিনের শেষে সব ইগো ও রাজনীতির লড়াইকে পিছনে ফেলে জিতেছিল ক্রিকেট। এবারও তেমনই কিছু ঘটবে বলে আশা করছে ক্রিকেট দুনিয়া।

Reported By: সব্যসাচী বাগচী | Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 22, 2023, 07:38 PM IST
EXCLUSIVE, IND vs PAK: অনীহা থাকলেও আহমেদাবাদেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাবরদের মহারণ, হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ
ভারতের মাটিতে ফের দেখা যাবে 'মাদার অফ অল ব্যাটল'। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী 

হাইব্রিড মডেলে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে নাকি আপত্তি তুলেছেন পিসিবি-র (PCB) সম্ভাব্য চেয়ারম্যান মহম্মদ জাকা আশরাফ (Muhammad Zaka Ashraf)। এমন প্রেক্ষাপটে আসন্ন এশিয়া কাপ নিয়ে তো নতুন ভাবে জটিলতা তৈরি হওয়ার কথা। এমনকি ভারতের (India) মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে আসার আগে, বাবর আজমদের (Babar Azam) দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে একাধিক ভেন্যু সংক্রান্ত অজুহাত খাড়া করা হচ্ছিল। যদিও এই ইস্যু নিয়ে পাক বোর্ডের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে ইতমধ্যেই বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু বদল নিয়ে আইসিসি (ICC) ও আয়োজক সংস্থা বিসিসিআই-কে (BCCI) ভাবনাচিন্তা করতে বলেছিলেন প্রতিবেশী দেশের ক্রিকেট কর্তারা।

মূলত দুটি ইস্যু নিয়ে মূলত চর্চা হয়েছিল। প্রথমত: ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ আহমেদাবাদ (Ahmedabad) থেকে সরিয়ে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নিয়ে আসা হোক। দ্বিতীয়ত: চেন্নাইতে আফগানিস্তান ও বেঙ্গালুরুতে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পাক দলের খেলার কথা। ব্যাটিং পিচের কথা মাথায় রেখে নাকি দুটি ম্যাচের ভেন্যু বদল করার ব্যাপারেও দাবি করা হয়েছিল। তবে আইসিসি ও বিসিসিআই পাকিস্তানের এই আবেদন নাকচ করে দিয়েছে। আর তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) তরফ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হাইব্রিড মডেল অনুসারে এশিয়া কাপ খেলতে হবে মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan)। এবং আইসিসি-বিসিসিআইয়ের প্রস্তাবিত সূচি অনুসারেই আসন্ন ৫০ ওভারের কাপ যুদ্ধে খেলতে হবে। জি ২৪ ঘণ্টাকে করাচি থেকে সেটাই জানিয়ে দিলেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেট সাংবাদিক ও এএফপি-র ক্রীড়া সম্পাদক শাহিদ হাসমি (Shahid Hashmi)। 

প্রশ্ন: নাজম শেঠি সরে দাঁড়ানোর পর জাকা আশরাফ নাকি হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন? 

শাহিদ হাসমি: এটা সঠিক তথ্য নয়। হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে জাকা আশরাফ একেবারেই বিরোধিতা জানাননি। তবে তিনি কিছু প্রশ্ন তুলেছেন জাকা আশরাফ। নাজম শেঠি দায়িত্বে থাকার সময় গত সপ্তাহে হাইব্রিড মডেল মেনে নিয়েছিল পাকিস্তান। যদিও জাকা আশরাফ কিন্তু পিসিবি-র সম্ভাব্য প্রধান হিসেবে নয়, বরং একজন অ্যানালিস্ট হিসেবে এই মডেল নিয়ে আপত্তি করেছেন। আর কয়েক সপ্তাহ পরেই পাক বোর্ডের নির্বাচন আয়োজিত হবে। সেই নির্বাচনে জাকা আশরাফ জয়ী হলে হাইব্রিড মডেল নিয়ে পর্যালোচনা করবেন। সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। 

প্রশ্ন: পিসিবি-র নির্বাচন কবে আয়োজিত হবে? 

শাহিদ হাসমি: সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জুন অর্থাৎ ঈদের পরেই পাক বোর্ডের নির্বাচন আয়োজিত হবে। নাজম শেঠি সরে দাঁড়ানোর পর এই মুহূর্তে আহমেদ শাহজাদ ফারুক রানা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবেন। এবং তিনিই এই মুহূর্তে পাক বোর্ডের দায়িত্ব সামলাচ্ছেন। সবাই জানে আমাদের দেশে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী পাক বোর্ডের শীর্ষপদে বসেন। এবারও সেটাই ঘটবে। আর তাই শাহবাজ শরিফের পছন্দের প্রার্থী জাকা আশরাফই পরবর্তী চেয়ারম্যান হিসেবে চেয়ারে বসবেন। 

প্রশ্ন: ৩১ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। তাহলে তো আপনাদের বোর্ড সেই হাইব্রিড মডেলকে মেনে নিতেই নিল। 

শাহিদ হাসমি: হ্যাঁ এবার হাইব্রিড মডেল (১৩টি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। চারটি ম্যাচ হবে পাকিস্তানে) মেনেই এশিয়া কাপ আয়োজন করা হবে। কারণ এই হাইব্রিড মডেল তো আমাদের কর্তাদের মাথা থেকেই বেরিয়েছে। এখন পাক বোর্ডের কর্তারা বেঁকে বসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি দেশ আমাদের দেশের বিরুদ্ধে চলে যাবে। তাছাড়া এর প্রভাব আসন্ন বিশ্বকাপের পড়বে। তবে আমার মনে জাকা আশরাফ আরও কয়েক মাস আগে দায়িত্বে এলে, একমাত্র পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজন করা যেত। 

প্রশ্ন: এশিয়া কাপ ও বিশ্বকাপের একাধিক ইস্যু নিয়ে বিসিসিআই-এর সম্পর্কে আপনাদের ধারণা কেমন হল? 

শাহিদ হাসমি: আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও সেই একইরকম ঘটনার প্রতিফলন ঘটছে। আইসিসি-কে প্রায় ৮০% লভ্যাংশ দেয় বিসিসিআই। তাই ওদের সব কথায় আইসিসি ওঠবোস করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ব্যাপার মেনে নেওয়া যায় না। বলা ভালো অন্যায্য। আমাদের দেশে এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা প্রস্তুত ছিল। ভারতীয় দল আমাদের দেশে এলে আমরা অবশ্যই স্বাগত জানাতাম। কিন্তু সেটা হল না। বরং পাকিস্তান এশিয়া কাপের আয়োজক দেশ হলেও, ফাইনাল শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এটা কেমন সিদ্ধান্ত! মনে করুন ভারতীয় দল ফাইনালে উঠতে পারল না, আর অন্যদিকে পাকিস্তান ফাইনালে খেলার ছাড়পত্র পেল, তাহলে কেন আমাদের দলকে শ্রীলঙ্কাতে খেলতে হবে? বিসিসিআই আমাদের থেকে অনেক প্রভাবশালী বলেই তাদের কথায় আইসিসি ও এসিসি চলছে। 

আরও পড়ুন: Virat Kohli: অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে ১২ বছর পার! বিরাটের ১২টি অজানা তথ্য

আরও পড়ুন: Virat Kohli: আইসিসি চ্যাম্পিয়নশিপে অচল বিরাট আপনি কি শুধু আইপিএল-এর 'কিং'?

প্রশ্ন: আহমেদাবাদের পরিবর্তে আপনাদের দল নাকি ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে খেলতে চায়। এটা কি সঠিক? 

শাহিদ হাসমি: হ্যাঁ একদম সঠিক। আহমেদাবাদ বলেই পাকিস্তান সেখানে ভারতের বিরুদ্ধে খেলতে চায় না। তবে বিশ্বকাপের ফাইনালে বাবর আজমরা কোয়ালিফাই করলে গুজরাতেই তো খেলতে হবে। লিগ পর্বের ম্যাচ বলেই পিসিবি ভারতীয় দলের বিরুদ্ধে ইডেনে খেলতে চেয়েছিল। তবে আইসিসি ও বিসিসিআই কিন্তু পাক বোর্ডের আবেদন মেনে নেয়নি। 

প্রশ্ন: আহমেদাবাদ নিয়ে পাকিস্তানের এত চিন্তার কারণ? 

শাহিদ হাসমি: এটা খুবই স্পর্শকাতর বিষয়। তাই এই বিষয়ে খুব বেশি মন্তব্য করা উচিত নয়। তবে আমার ধারণা শেষ পর্যন্ত আহমেদাবাদেই পাকিস্তান বনাম ভারত ম্যাচ হবে। এবং দুই দেশের ক্রিকেট বোর্ড এবং রাজনৈতিক নেতারা আলোচনা করে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করবেন। আমরা সবাই চাই পাকিস্তান আহমেদাবাদ-সহ ভারতের অন্য ভেন্যু খেলুক। এবং ম্যাচ জয়ের সঙ্গে গ্যালারিভর্তি সমর্থকদের মনও জয় করুক। 

প্রশ্ন: শোনা যাচ্ছে চেন্নাই ও বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচের জন্য নাকি পাকিস্তান সেখানে খেলতে চায় না? 

শাহিদ হাসমি: আপানার কাছে সঠিক খবর রয়েছে। কিন্তু ম্যাচ জিততে হলে সব পরিস্থিতিতে ভালো পারফর্ম করতে হবে। আর তাছাড়া বিশ্বকাপ তো আইসিসি ইভেন্ট। পিচ তো আইসিসি তৈরি করবে। ভারত তো পিচ তৈরি করবে না। তাই অহেতুক চিন্তা করে লাভ নেই। 

প্রশ্ন: এত জটিলতার পরেও পাকিস্তান তাহলে বিশ্বকাপ খেলতে আসছে। তাই তো? 

শাহিদ হাসমি: হ্যাঁ আমাদের দল ভারতে বিশ্বকাপ খেলতে আসছে। তবে আমাদের প্রথম পছন্দ যে কলকাতা সেটা কোনও দ্বিমত নেই। তবে আবার বলছি আইসিসি ও বিসিসিআই আমাদের দেশের দাবি মানবে না। তবুও পাকিস্তান অক্টোবরে ভারতে আসছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.