Sourav Ganguly, India Women Cricketers: কীভাবে জানতে পেরেছিলেন বেতনসাম্যের কথা? জানালেন প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়

সম্প্রতি ভারতীয় বোর্ডের সভাপতি পদ থেকে সরে গিয়েছেন সৌরভ। তাঁর উত্তরসূরি হিসেবে বিসিসিআই-এর মসনদে বসেছেন রজার বিনি। আর তারপরই ভাইফোঁটার দিন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড। 

Updated By: Oct 28, 2022, 07:08 PM IST
Sourav Ganguly, India Women Cricketers: কীভাবে জানতে পেরেছিলেন বেতনসাম্যের কথা? জানালেন প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়
মিতালি-ঝুলনদের শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু ঐতিহাসিক নয়, একইসঙ্গে যুগান্তকারী সিদ্ধান্ত নিল রজার বিনি (Roger Binny) ও জয় শাহের (Jay Shah) বিসিসিআই (BCCI)। বাইশ গজের যুদ্ধে অনেক আগেই মহিলা দলকে স্বীকৃতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আর্থিক দিক থেকেও হরমনপ্রীত কৌর-(Harmanpreet Kaur) স্মৃতি মান্ধানাদের (Smriti Madhana) নিরাপত্তা আরও বাড়ল। কারণ আর্থিক বৈষম্যের অবসান ঘটাল বোর্ড। তবে এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হল প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এত বড় বদল জানতেই পারলেন না। মহারাজ নিজেই টুইট করে এমন তথ্য জানালেন। তাঁর দাবি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

বোর্ডের এই ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় পর টুইট করেন সৌরভ। তিনি লেখেন, 'সকালে সংবাদপত্র দেখে জানতে পারলাম। জয়, রজার, রাজীব ভাই, আশিসজি, দেবজিৎ ও  অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সদস্যকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানাই। মহিলা ক্রিকেটের উন্নতি জন্য অনেক কাজ করা হয়েছে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে ওরা তা প্রমাণও করে দিয়েছে।' 

আরও পড়ুন: India Women Cricketers, BCCI: প্রমিলাবাহিনীর স্মরণীয় দিন, সচিন-ঝুলন-মিতালি-হরমনপ্রীতরা সমস্বরে ধন্যবাদ জানালেন বিসিসিআই-কে

আরও পড়ুন: India Women Cricketers | BCCI: নতুন যুগের শুভারম্ভ, বৈষম্য এখন অতীত! এবার থেকে রোহিত-হরমনপ্রীতদের ম্যাচ ফি সমান

সম্প্রতি ভারতীয় বোর্ডের সভাপতি পদ থেকে সরে গিয়েছেন সৌরভ। তাঁর উত্তরসূরি হিসেবে বিসিসিআই-এর মসনদে বসেছেন রজার বিনি। আর তারপরই ভাইফোঁটার দিন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড। বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দেন, লিঙ্গবৈষম্য দূর করে এবার থেকে পুরুষ এবং মহিলারা একই ম্যাচ ফি পাবেন। অর্থাৎ এবার থেকে বিসিসিআই-এর চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য সমবেতন নীতি চালু করা হল। বোর্ডের এহেন সিদ্ধান্তে উচ্ছ্বসিত মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌররা। বর্তমান থেকে প্রাক্তনী, পুরুষ থেকে মহিলা ক্রিকেটার- প্রত্যেকেই বোর্ডের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। কিন্তু অদ্ভুত ভাবে এ খবর বৃহস্পতিবার জানতেই পারেননি সৌরভ। বরং, পরের দিন তিনি তা জানতে পারেন সংবাদমাধ্যম থেকে।

বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। একদিনের ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন। এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। যদিও মোট চুক্তির পরিমাণে এখনও বিরাট বৈষম্য রয়ে গিয়েছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)       

.