Wrestlers vs Brij Bhushan: যৌন হেনস্থা মামলায় ব্যাপক চাপে ব্রিজভূষণ! ১৮ জুলাই কোর্টে হাজিরার নির্দেশ

গত ২১ এপ্রিল দিল্লির কনট প্লেস থানায় ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করেন সাক্ষী-ভিনেশরা। এরপর গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ধর্না শুরু করেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। একাধিকবার আবেদনের পরেও সরকার তাঁদের কথা না কানে তোলেনি। ফলে গত ২৮ মে নতুন সংসদ ভবন অভিযান করেন সাক্ষীরা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 7, 2023, 04:12 PM IST
Wrestlers vs Brij Bhushan: যৌন হেনস্থা মামলায় ব্যাপক চাপে ব্রিজভূষণ! ১৮ জুলাই কোর্টে হাজিরার নির্দেশ
ব্রিজভূষণের উপর চাপ বাড়ছে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) সমন পাঠাল দিল্লির আদালত (Dedlhi Court)। আগামী ১৮ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে সমন পেয়েও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন যৌন হেনস্থা মামলায় (Sexual Harassment Case) বিজেপি (BJP) সাংসদ! সাফ জানিয়ে দিয়েছেন, আদালতে হাজিরা দিতে তাঁর কোনও অসুবিধা নেই। নির্দিষ্ট সময়েই আদালতে পৌঁছবেন তিনি। ৬ কুস্তিগীরকে শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিস (Delhi Police) ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। এর ভিত্তিতেই সমন জারি করা হয়েছে। ব্রিজভূষণের সঙ্গে তাঁর আপ্ত সহায়ক বিনোদ তোমারকেও ডেকে পাঠিয়েছে দিল্লি আদালত। 

সাক্ষী মালিক  (Sakshi Malik), বজরং পুনিয়া (Bajrang Punia), ভিনেশ ফোগাট ((Vinesh Phogat)-সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে এফআইআর করেছিলেন। দিল্লি পুলিস শুরুতে ঢিলেমি দেখালেও, তদন্তের পর ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট মজা দেয়। সেই চার্জশিট গ্রহণ করেছে আদালত। তারই প্রেক্ষিতে ব্রিজভূষণ এবং তাঁর সহকারীকে সমন পাঠিয়েছে রাউস অ্যাভেনিউ আদালত। আগামী ১৮ জুলাই দুপুর ২.৩০ মিনিটে এই মামলার শুনানি হবে জানিয়ে দেওয়া হয়েছে। 

গত ২১ এপ্রিল দিল্লির কনট প্লেস থানায় ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করেন সাক্ষী-ভিনেশরা। এরপর গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ধর্না শুরু করেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। একাধিকবার আবেদনের পরেও সরকার তাঁদের কথা না কানে তোলেনি। ফলে গত ২৮ মে নতুন সংসদ ভবন অভিযান করেন সাক্ষীরা। সেই সময় দিল্লি পুলিস তাঁদের জোর করে আটক করেছিল। এই ঘটনার পরে দেশের হয়ে জেতা সব পদক হরিদ্বারে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন কুস্তিগীরেরা। কিন্তু কৃষকনেতাদের হস্তক্ষেপে হরিদ্বারে গিয়েও ফিরে আসেন সাক্ষীরা। তাঁরা ৫ জুন পর্যন্ত সময়সীমা দেন কেন্দ্রকে।  

এর পর পদক্ষেপ করে কেন্দ্র। কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বৈঠকে পাঁচটি দাবি করেন কুস্তিগীরেরা। কয়েকটি দাবি মেনে নেয় কেন্দ্র। আশ্বাস দেওয়া হয় যে ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করা হবে। এই আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন সাক্ষী-ভিনেশরা।  

আরও পড়ুন: Mohammed Shami VS Hasin Jahan: হাসিনের পাশে সুপ্রিম কোর্ট, বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন শামি!

আরও পড়ুন: Sourav Ganguly 51th Birthday: ৫১তম জন্মদিনের আগে রহস্য বাড়ালেন মহারাজ! কিন্তু কীভাবে?

অনুরাগ ঠাকুরের কাছে মোট পাঁচটি দাবি জানিয়েছিলেন কুস্তিগীররা: 

১) অভিযুক্ত ব্রিজভূষণকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে।

২) ভবিষ্যতে  ব্রিজভূষণ এবং তাঁর পরিবারের কোনও সদস্য জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

৩) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে সেগুলো খারিজ করতে হবে।

৪) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে।

৫) জাতীয় কুস্তি সংস্থার প্রধানের পদে অভিজ্ঞ মহিলাকে নিয়োগ করতে হবে।

যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গত কয়েক মাস ধরেই সরব কুস্তিগীররা। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাইছিলেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগাট-বজরং পুনিয়ারা। পাশাপাশি সভাপতির পদে একজন মহিলাকে চাইছেন মহিলা কুস্তিগীররা। তাঁদের দাবি, সেক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা যেমন এড়ানো সম্ভব, তেমনই যাবতীয় সমস্যা আরও ভালোভাবে ব্যক্ত করতে পারবেন তাঁরা। তাই এমন প্রেক্ষাপটে আদালত ব্রিজভূষণকে ডেকে পাঠানোর ব্যাপারটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের ক্রীড়া মহল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.