Abhishek Banerjee: 'সিপিএমের হার্মাদরা এখন জামা পালটে বিজেপিতে'!

১৩ মে চতুর্থ দফায় ভোট বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে পূর্ব বর্ধমান জেলায়। আউশগ্রাম, কেতুগ্রাম আর মঙ্গলকোট। এদিন মঙ্গলকোটে নির্বাচনী জনসভা করলেন অভিষেক।

Updated By: May 6, 2024, 06:19 PM IST
 Abhishek Banerjee: 'সিপিএমের হার্মাদরা এখন জামা পালটে বিজেপিতে'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ভোট-প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'সিপিএমের হার্মাদরা জামাটা বদলে বিজেপির পতাকা ধরে মঙ্গলকোটের সেই কালো দিনগুলি ফিরিয়ে আনতে চাইছে'।

আরও পড়ুন:  Lok Sabha Election 2024: তৃতীয় দফায় ১৪৩ কোম্পানি আধাসেনার ঘেরাটোপে ভোটগ্রহণ মালদার ২ আসনে!

১৩ মে চতুর্থ দফায় ভোট বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে পূর্ব বর্ধমান জেলায়। আউশগ্রাম, কেতুগ্রাম আর মঙ্গলকোট। এদিন মঙ্গলকোটে নির্বাচনী জনসভা করলেন অভিষেক।

২০১৯-এর লোকসভা ভোটে বোলপুরে জিতেছিলেন তৃণমূলে অসিত মাল। এবারও তিনিই প্রার্থী। অভিষেক বলেন, 'বোলপুর লোকসভায় এই লড়াই তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়। বোলপুর লোকসভায় যে সাতটি বিধানসভা আছে। ৪ বিধানসভা বীরভূম জেলায়, ৩ বিধানসভা পড়ছে পূ্র্ব বর্ধমান জেলায়। এটা পূর্ব বর্ধমান ও  বীরভূমের মধ্য়ে ব্য়বধান বাড়ানোর লড়াই। গতবার ২০১৯  আমাদের প্রার্থী ১ লক্ষ ৬ হাজারেরও বেশি ব্যবধানে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। ব্যবধান দ্বিগুণ হবে এই আমার কোনও সন্দেহ নেই। কিন্তু আমি আপনাদের বলব, গত ২০১৯ নির্বাচনে আউশগ্রাম, কেতুগ্রাম আর মঙ্গলকোট মিলিয়ে জয়ের ব্য়বধান ছিল ৭০ হাজারেরও বেশি। সেটা বার দেড় লাখ করতে হবে'।

আরও পড়ুন:  WB Weather Update: সন্ধের আগেই ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে এইসব জেলা

অভিষেকের আরও বক্তব্য, 'আমরা বিজেপিকে বাংলা-বিরোধী বলছি। কারণ, এই বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে। এই বিজেপি ২০২১ সালে বাংলার হেরে গিয়ে, আবাস টাকা বন্ধ করেছে। গরীব মানুষের  একশোর দিনে টাকা বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে। মিড-ডে মিলের টাকা বন্ধ করেছে। আজকের দিনে বাংলার ১০ কোটি  মানুষের বকেয়া পাওনা কেন্দ্রের কাছে,  ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। আমাদের রাজ্য থেকে গত পাঁচ বছরে জনবিরোধী মোদী সরকার ৪ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.